OYO কে ভুলে যান, কম খরচে থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা এই সরকারি গেস্ট হাউসে

Published By: Khabar India Online | Published On:

OYO কে ভুলে যান, কম খরচে থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা, এই সরকারি গেস্ট হাউসে।

এই কলকাতায় রোজ বহু মানুষ আসেন। কেউ আসেন পড়াশোনার করার জন্য, আবার কেউ পরীক্ষা দিতে, কেউ আসেন চিকিৎসার জন্য, কেউ বা কর্মসূত্রে, কেউ এই শহরটা ঘুরে দেখতে আসেন।

অল্প কম খরচে থাকা খাওয়ার জন্য এই শহরের বেশ জনপ্রিয়তা আছে। বাইরের শহর অথবা এই রাজ্য থেকে কলকাতায় আসেন তারা এই শহরের বুকেই পেয়ে যাবেন নানান রকমের হোটেল বা হলিডে হোম।

আরও পড়ুন -  Short Film: বাড়িওয়ালার সাথে গোপন পরকীয়া স্ত্রীর স্বামীর অবহেলায়, ঘর বন্ধ করুন তারপর দেখতে হবে

এই সরকারি গেস্ট হাউসের কি কি সুবিধা রয়েছে?

সরকারি গেস্ট হাউস (Government Guest House) অনেক রয়েছে এই শহরে। আপনি পকেটের চিন্তা না করেই কয়েক দিন থাকতে পারেন। আবার সাথে কম দামে খাওয়া দাওয়ার বন্দোবস্ত রয়েছে। এই সরকারি উচ্চপদস্থ কর্মীদের থাকা খাওয়ার জন্যই এই গেস্ট হাউসগুলি ব্যবস্থা রয়েছে।

কিন্তু শুধু সরকারি কর্মীরাই নয়, যে কেউই এই গেস্ট হাউসগুলির রুম বুক করতে পারেন। এই সকল সরকারি গেস্ট হাউসগুলি যেমন রয়েছে নিরাপদ, তেমনি এখানে আছে খাওয়া দাওয়ার সুব্যবস্থাও। অনলাইনে সার্চ করে যাবতীয় তথ্য নিয়েই এই গেস্ট হাউসগুলি বুক করতে পারবেন। খোঁজ রইল কিছু সরকারি গেস্ট হাউসের এই প্রতিবেদনে।

আরও পড়ুন -  Petrol Price: কলকাতায় কত পেট্রোলের দাম? আপডেট দেখুন

উদয়াচল ট্যুরিজম প্রপার্টিঃ

এইটি পর্যটন দফতরের তরফে সল্টলেক, সেক্টর ২, ডিজি ব্লকে তৈরি করা হয়েছে। প্রতিদিন মাথাপিছু খরচ পড়বে ১৯০০ টাকা। এই ভাড়ার মধ্যে আছে থাকার সাথে আপনার খাওয়ার খরচও। সংস্থার অফিশিয়াল গুগল অ্যাকাউন্টে বুকিং করার ফোন নম্বর ও ইমেল আইডি আছে।

আরও পড়ুন -  Dance Video: দুই যুবতীর খোলা ছাদে প্রাণ খোলা নাচ, ‘দেখেছি প্রথমবার’এর তালে, ঝলক দেখুন

নলবন ফুড পার্কঃ

এটি মৎস্য দফতরের সল্টলেক সেক্টর ৪ এ এই গেস্ট হাউসটি। ১ রাতের জন্য এখানে থাকা ও খাওয়ার খরচ পড়বে ২৫০০ টাকা। এসি বা নন এসি দুই রকম রুমই এখানে উপলব্ধ। এখানে রুমগুলিতে সিঙ্গেল বেড, ডবল বেড, শিশু উদ্যান, ফ্রি পার্কিং জোন এবং কনফারেন্স রুমের সুবিধা আছে।