26 C
Kolkata
Thursday, June 20, 2024

Yogyashree Scheme: এবার যোগ হল যোগ্যশ্রী প্রকল্প, কাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা? সব কিছু জানুন

Must Read

Yogyashree Scheme: এবার যোগ হল যোগ্যশ্রী প্রকল্প, কাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা? সব কিছু জানুন। 

এবার শিক্ষার্থীদের জন্য ‘যোগশ্রী’ প্রকল্পটি সংখ্যালঘু, অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) ও সাধারণ শ্রেণির সুবিধাভোগীদেরও অন্তর্ভুক্ত করবে পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার জানিয়েছে। রাজ্যের তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং এর সাথে মেডিকেল কোর্সের জন্য বিনামূল্যে প্রস্তুতি দেওয়ার জন্য জানুয়ারিতে এই প্রকল্পটি চালু করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, এসসি / এসটি শিক্ষার্থীরা এই প্রকল্প থেকে উপকৃত হচ্ছে। এবার সংখ্যালঘু, ওবিসি ও সাধারণ শ্রেণির ছেলে ও মেয়েদেরও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন -  দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে দাস কেয়ারীর শিব মন্দিরে পূজো দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, ২০২৪ সালে, ‘যোগশ্রী’ প্রশিক্ষণার্থীরা জেইই (অ্যাডভান্সড) (১৩ টি আইআইটি আসন সহ) এ ২৩ টি স্থান, জেইই (মেইন) এ ৭৫ টি স্থান, ডব্লিউবিজেইইতে ৪৩২ টি ও এনইইটিতে ১১০ টি স্থান পেয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের সুবিধাবঞ্চিত ছেলে ও মেয়েদের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সহায়তার মূল্য মাথায় রেখে, আমরা এখন রাজ্যে কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৫০, আমাদের সমর্থিত প্রশিক্ষণার্থীদের ২,০০০ এ উন্নীত করেছি। আরও ভাল প্রস্তুতির জন্য একাদশ শ্রেণি থেকে প্রশিক্ষণ দেওয়া হবে… আমাদের আর্থিকভাবে দুর্বল শ্রেণির ছেলে-মেয়েদের একটা বড় অংশ ইঞ্জিনিয়ার ও ডাক্তার হয়েছে।’

আরও পড়ুন -  Draupadi Murmu: দ্রৌপদী মুর্মু এগিয়ে, প্রেসিডেন্ট নির্বাচনে

এই প্রকল্পের জন্য কি ভাবে আবেদন করবেন?

1)www.anagrasarkalyan.gov.in এবং www.wbbcdev.gov.in – এই দুটি ওয়েবসাইটে ভিজিট করুন, তারপর আবেদন করতে হবে।

2)এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে সেইটা ফিল আপ করতে হবে।

আরও পড়ুন -  পাথর ছুড়ে, কাঁচ ভাঙল Vande Bharat ট্রেনে, পশ্চিমবঙ্গে আবার, রেল প্রশাসনের তদন্তের নির্দেশ

3)আপনার বাড়ির নিকটবর্তী সেন্টারে গিয়ে ফর্মটি জমা করতে হবে।

Latest News

টেনশন গেল ৭০ দিনের জন্য, Airtel-এর রিচার্জের মেয়াদ বাড়িয়েছে

টেনশন গেল ৭০ দিনের জন্য, Airtel-এর রিচার্জের মেয়াদ বাড়িয়েছে।  বর্তমানে টক্কর চলছে এয়ারটেল ও রিলায়েন্স জিও টেলিকম কোম্পানির মধ্যে। দুই...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img