Sapna Dance: লাফিয়ে লাফিয়ে নাচ করে দেখালেন স্বপ্না চৌধুরী টাইট সালোয়ার পরে, এই নাচ আগে হয়নি

Published By: Khabar India Online | Published On:

Sapna Dance: লাফিয়ে লাফিয়ে নাচ করে দেখালেন স্বপ্না চৌধুরী টাইট সালোয়ার পরে, এই নাচ আগে হয়নি।

এখনকার সময়ে ইন্টারনেটে দারুন জনপ্রিয় হরিয়ানভি স্টেজ ড্যান্স শো গুলি। এই রকম নাচ করতে পারেন শুধু স্বপ্না চৌধুরী। এই রকম নাচ দর্শকরা খুবই ভালোবাসেন। বলতে গেলে ইন্টারনেট জগতে সর্বদাই লাইমলাইটে থাকেন এই মহা এই তারকা। তার স্টেজ শো দেখতে ভিড় করেন প্রায় হাজার হাজার মানুষ।

আরও পড়ুন -  করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পশ্চিম বর্ধমান জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ

হরিয়ানভী ইন্ড্রাস্ট্রিতে স্বপ্না চৌধুরী একটা ব্র্যান্ড হয়ে গেছে।

সোশ্যাল মিডিয়াতে স্বপ্না চৌধুরীর জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। এখন বেশিরভাগ হরিয়ানভি স্টেজ ডান্স শোতে দেখা মেলে এই ডান্সারকে। এই ডান্সারের ফ্যান ফলোয়ার অনেক। যখন তিনি স্টেজে পারফর্ম করতে শুরু করেন, সেখানে বহু মানুষ ভিড় জমান। গানের তালে তাঁর লাস্যময়ী ভঙ্গিমায় নাচ পছন্দ করেন সবাই।

তাঁর ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। সেই সাথে অনেক মানুষ লাইক এবং কমেন্ট করেন দেখার মতন।

আরও পড়ুন -  Romantic Video: রোমান্সে ভরপুর কাজল রাঘবানি ও প্রদীপ পান্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

এই বার সোশ্যাল মিডিয়াতে স্বপ্না চৌধুরীর একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। দেখা যাচ্ছে, লাস্যময়ী ভঙ্গিমায় দারুন নাচ করছেন এই হরিয়ানভি কুইন। তাঁর সেই নাচ দেখার জন্য ভিড় উপচে পড়েছে। স্টেজে স্বপ্না চৌধুরী তাঁর জনপ্রিয় হরিয়ানভি গান ‘জালে ২‘ এর তালে তুমুল নাচ করে দেখালেন।

তিনি কোমর দুলিয়ে দুলিয়ে এই ভাবে নাচ করেছেন, এই দেখে উত্তেজনা ধরে রাখতে পারেনি উপস্থিত ভক্তরা। তিনি হলুদ রঙের সালোয়ার কামিজ পরার জন্য স্বপ্না চৌধুরীকে ব্যাপক সুন্দরী লেগেছে। টাইট সালোয়ারের জন্য কার্ভি ফিগার স্পষ্ট দেখা গিয়েছে। বর্তমানে এই ভিডিওটি ইন্টারনেট জগতে দারুন জনপ্রিয় হয়েছে। এই ভিডিওটি দেখে নিন ভালো লাগবে।