33 C
Kolkata
Wednesday, June 26, 2024

Remal Cyclone: রেমাল বিপত্তি কাটবে কবে? কলকাতায় বইবে ৫০ কিলোমিটার বেগে হাওয়া

Must Read

Remal Cyclone: রেমাল বিপত্তি কাটবে কবে? কলকাতায় বইবে ৫০ কিলোমিটার বেগে হাওয়া। 

আছড়ে পড়লো দামাল ঝড় রেমাল রবিবার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে। মাঝখানেই এটি ল্যান্ডফল করলো। এরপরে ক্রমাগত শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে সারারাত তান্ডব চালানোর পরে এখন কিছুটা শান্ত হলেও দুর্ভোগ কাটছে না। সারারাত কলকাতা শহরের বুকে তান্ডব চালিয়েছে এই রেমাল। অনেক জায়গায় গাছ পড়ে গেছে, বিদ্যুতের খুটি উপড়ে গেছে।

আরও পড়ুন -  জাপান ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে, চীনকে মোকাবিলায়

এক রাতেই কলকাতাতে বৃষ্টি হয়েছে প্রায় ১৪৪ মিলিমিটার। তার জন্য সোমবার থেকেই অনেক জায়গায় জলমগ্ন হয়ে গেছে ব্যাহত হয়েছে মেট্রোপরিষেবা। বন্ধ রয়েছে শিয়ালদা শাখার অনেকগুলি ট্রেন। তবে জানা যাচ্ছে, সোমবার সকালের পর থেকেই ধীরে ধীরে বৃষ্টি কমে যাবে। মঙ্গলবার দক্ষিণের কোন জেলাতেই ঝড় বৃষ্টির আর কোন সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন -  Mithilesh Chaturvedi: ‘কোই মিল গয়া’ খ্যাত অভিনেতা প্রয়াত

সোমবার সকালে শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় রেমাল।

মঙ্গলবার থেকে দুর্যোগ কাটতে পারে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবারের পর থেকেই বৃষ্টি কমবে। মঙ্গলবার থেকে দক্ষিণের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার সকালবেলা এই ঝড় শক্তি হারিয়ে বাংলাদেশের উপর অবস্থান করছে। ক্রমশ উত্তর পূর্বে সরে যাচ্ছে। উপকূলবর্তী অঞ্চলগুলিতে এখনো যথেষ্ট হাওয়ার দাপট এর সাথে হচ্ছে বৃষ্টি।

আরও পড়ুন -  রুশ বিমান হামলা, দফায় দফায় ইউক্রেনে

আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে, বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছেন না কলকাতাবাসী। সোমবার হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এইসব জেলাগুলিতে ঝড়ের গতি মোটামুটি ৬০ কিলোমিটার পর্যন্ত বইবে।

Latest News

Post Office Scheme: ২ বছরে লাখপতি হতে পারেন মহিলারা পোস্ট অফিসের এই স্কিমে, এতে সুবিধা মিলবে কি?

Post Office Scheme: ২ বছরে লাখপতি হতে পারেন মহিলারা পোস্ট অফিসের এই স্কিমে, এতে সুবিধা মিলবে কি? সকলে টাকা জমান...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img