Weather Forecast: দুপুর গড়াতেই ঝড়বৃষ্টি হবে, সতর্কতা দক্ষিণবঙ্গে।
চল্লিশ ডিগ্রির গন্ডি পেরিয়ে গিয়েছিল একাধিক জেলার তাপমাত্রা। দক্ষিণবঙ্গের আরো বেশ কিছু জেলায় তাপপ্রবাহ দেখা গেছে বিগত কয়েকদিনে। শহর কলকাতায় গত ৪০ বছরের রেকর্ড ভেঙে গিয়েছিলো।
কিন্তু এখন স্বস্তির খবর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এই মুহূর্তে উত্তরে তামিলনাড়ুর সাথে দক্ষিণে অন্ধ্র উপকূলের কাছে একটি নিম্নচাপ দেখা যাচ্ছে। অভিমুখ রয়েছে উত্তর-পূর্ব দিকে। এই নিম্নচাপ ২৪ মে সকালে গভীর নিম্নচাপে পরিণত হবে। উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে।
বাংলাদেশ সহ সংলগ্ন এলাকার ওপরেও আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সেই জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।
1)কলকাতার আবহাওয়া: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজকে কলকাতায় সকাল দিকে পরিষ্কার আকাশ। বিকেলে কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস আছে। কিন্তু ভারী বৃষ্টি হবেনা। আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
2)দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজকে থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে যে, ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে এই চার জেলায়। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের এই ৪ জেলায় দুর্যোগের পূর্বাভাস আছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।