Pan Card: সেরে ফেলুন প্যান কার্ডের এই কাজ, না হলে পড়তে হবে বিপদে

Published By: Khabar India Online | Published On:

Pan Card: সেরে ফেলুন প্যান কার্ডের এই কাজ, না হলে পড়তে হবে বিপদে। 

বর্তমানে প্যান কার্ড (Pan Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হয়েছে ভারতীয়দের কাছে। এই প্যান কার্ড ছাড়া আপনি কোনো সরকারি অথবা বেসরকারি কাজ করতে পারবেন না। সাথে ব্যাঙ্কের লেনদেন এবং ব্যাঙ্কের নতুন অ্যাকাউন্ট খুলতে যদি যান, তখন এই প্যান কার্ড দরকার হবে।

আবার সেভিংস অ্যাকাউন্ট বা স্যালারি অ্যাকাউন্ট খুলতে গেলে এই কার্ড দরকার। আয়কর সংক্রান্ত কাজ করতে অথবা টিডিএস এর টাকা রিটার্ন করতেও প্যান কার্ড ছাড়া কিছু কাজ করতে পারবেন না।

আরও পড়ুন -  দ্বিতীয় জাতীয় জল শক্তি পুরস্কার

সেই জন্য প্যান কার্ড সংক্রান্ত যে কোনো আপডেটই গুরুত্ব সহকারে বিচার করা উচিত। সরকারের তরফে স্পষ্ট জনিয়েছে, আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করানো বাধ্যতামূলক। এবার অন্তিম তারিখও নির্ধারণ করা হয়েছে। সিবিডিটির তথ্য অনুযায়ী, টিডিএস এর সংগ্রহে কিছু ঘাটতি থাকার নোটিশ পাওয়া গিয়েছে। ৩১ মে এর মধ্যে প্যানের সাথে আধার লিঙ্ক করানোর নির্দেশ দিয়েছে।

সূত্রের খবর বলছে, আধারের সাথে লিঙ্ক করানো না হলে করদাতাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হতে পারে। সেই জন্য আয়করে কিছু ছাড় দেয়। এই জন্য নির্ধারিত সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কম টিডিএস সংগ্রহের নোটিশ আসাতে গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে। এই নির্ধারিত সময়ের আগেই নিকটবর্তী জন সুবিধা কেন্দ্রে গিয়ে কাজটি করে ফেলুন।

আরও পড়ুন -  Budget News: বড় ঘোষণা করলেন নির্মলা সীতারমণ, KYC এর জন্য লাগবে শুধু প্যান কার্ড

রিপোর্ট বলছে, যদি ৩১ মে এর মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করানো থাকে, তাহলে প্যান কার্ড বাতিল হতে পারে। কেউ যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্যান লিঙ্ক না করান তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ অনুসারে প্যান কার্ড না দেওয়ার মতোই অভিযোগ উঠবে।

আরও পড়ুন -  আশ্বাস রাজ্য সরকারের, বিকল্প কার্ডেই সমস্ত সুবিধা

তার ফলে সরকারি, বেসরকারি ও আর্থিক সংক্রান্ত কাজে বাধায় পরতে পারেন। আবার মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মতো কাজও করা যাবে না। সেই জন্য আধার কার্ডের সাথে তাড়াতাড়ি লিঙ্ক করুন প্যান কার্ডটি।

ট্যাগঃ
আধার কার্ড, আধার-প্যান-লিঙ্ক, প্যান কার্ড