Cyclone News: ঘূর্ণিঝড় কি বাংলায় আসবে? কি বলছে মৌসম ভবন

Published By: Khabar India Online | Published On:

Cyclone News: ঘূর্ণিঝড় কি বাংলায় আসবে? কি বলছে মৌসম ভবন। 

এখন শোনা যাচ্ছে, একটি ঘূর্ণিঝড় নাকি আছড়ে পড়তে পারে বাংলায়। মনে আছে আয়লা, আমফান এবং ফনির সেই ভয়ংকর স্মৃতি। ১৫ বছর আগে মে মাসে আয়লা, বাংলাকে একেবারে তছনছ করেছিলো।

ঝড় নিয়ে রীতি মতন জল্পনা শুরু হয়ে গিয়েছে বাংলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আন্দামান সাগর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে ক্রমশ উত্তর থেকে উত্তর পূর্ব দিকে অভিমুখে এগোতে পারে নিম্নচাপ। এদিক আবহাওয়াবিদরা শান্তির কথা শুনিয়েছেন। তারা বলেছেন, বাংলার গায়ে এই ঘূর্ণিঝড়ের আঁচ পরবে না।

আরও পড়ুন -  Monsoon 2023 Bengal Arrival: শেষ পর্যন্ত বাংলা জুড়ে আসছে বর্ষা, এবার গরম থেকে মুক্তি পাবে দক্ষিণবঙ্গ

সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগর এবং আরবসাগর মিলিয়ে জোড়া নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। ২২ তারিখ আরবসাগরে ও ২৩ তারিখ বঙ্গোপসাগরে এটা সৃষ্টি হতে পারে। শক্তি বাড়ানোর জন্য যে সমস্ত শর্তগুলো পূরণ করতে হয়, সেই শর্ত অনেকটাই অনুকূল রয়েছে।

আরও পড়ুন -  মনীষা রানী হট ডান্স দেখালেন ‘মেরা মন দোলে’ গানে, গ্ল্যামার দেখে অবাক নেটভক্তরা

কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার জন্য জলস্তরে তাপমাত্রা ২৬ ডিগ্রি কাছাকাছি হতে হয়। এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে তাপমাত্রা রয়েছে প্রায় ৩১ ডিগ্রির কাছাকাছি। বোঝাই যাচ্ছে, নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত নাও হতে পারে। যদি ঘূর্ণিঝড় হয়, সেক্ষেত্রে আমফান, আয়লা, ইয়াস অথবা ফনীর মতন মারাত্মক হবে না।

আরও পড়ুন -  Shish Mahal: শিষ মহল, আসানসোলে

ট্যাগঃ
ঘূর্ণিঝড়, আজকের আবহাওয়া, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গ