Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা

Published By: Khabar India Online | Published On:

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা। 

সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে হচ্ছে জাদুকাঠি। যার সহযোগিতায় বিভিন্ন ধরনের প্রতিভা সকলের সামনে চলে যাচ্ছে। আবার পুরনো প্রজন্মের মানুষদের ধ্যান ধারণা এই মুঠোফোনই হচ্ছে নতুন প্রজন্মের উচ্ছন্নে যাবার প্রধান কারণ। সত্যি কি তাই? যদি আপনি চিন্তা করে দেখেন, তাহলে মুঠোফোনের সাহায্যেও বাড়িতে বসে সৎপথে রোজগার হচ্ছে। আগে সময়ে এই সুযোগ ছিল না।

নিজের প্রতিভাকে প্রকাশ করছেন এখন খুব সহজে। আবার এখন বাড়ির গৃহবধুরা এই ভাবেই নিজেদের প্রতিভাকে প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

আরও পড়ুন -  Rashmika Mandanna: রশ্মিকা মন্দানা, নাচিয়ে ছাড়লেন সলমান খানকে

সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু জিনিস ভাইরাল হয়। কিন্তু বর্তমানে এই ধরনের অনুষ্ঠানগুলো সামনাসামনি দেখার পরেও বাড়িতে বসে আয়েশ করে youtube এর মাধ্যমে দেখে নিচ্ছেন।

এখন অন্যান্য গানের সাথেও এই রকমের হারিয়ানভি গানের চাহিদা রয়েছে। আবার সেই গানের তালে নাচতে ওস্তাদ এইখানে নৃত্যশিল্পীরা।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রয়েছে, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক ও youtube এর মাধ্যমে ভিডিওগুলো সবার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আগে আমরা দেখেছি, রানাঘাটে রানু মণ্ডল। বাদাম বাদাম গানে বিখ্যাত হওয়া বাদাম কাকু, এনারা মানুষের সামনে এই ভাবে পৌঁছে গিয়েছেন। এবার আপনার যদি মনে এই রকম বাসনা থেকে তাহলে আপনিও সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারেন এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। সাথে সাথে ফলও পাবেন।

আরও পড়ুন -  পান্ডেশ্বর বিধানসভা কেন্দ্রের লাওদোহার গোগলা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্তৃক সংবিধান দিবস

সম্প্রতি দারুন অসাধারণ একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখানে দেখা গেছে, একটি টাইট সালোয়ার কামিজ পরে দুর্দান্ত কায়দায় নাচ দেখালেন সকলের প্রিয় নাচের শিল্পী মুসকান বেবি। সেই অসাধারণ নাচ সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সঙ্গে সঙ্গেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: ভাইরাল ছবি, গ্যালারিতে বসে, ক্লান্ত হয়ে, হাই তুলছেন সঙ্গী!

তিনি স্টেজে উঠে এমন ভঙ্গিমায় নাচ দেখিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। সোনোটেক রাগনী নামক youtube চ্যানেলের মাধ্যমে ভিডিওটি কিছুদিন আগেই দেওয়া হয়েছিলো। এরমধ্যেই প্রায় নয় হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। সুনিতা বেবি স্বপ্না চৌধুরী এবং রচনা তেওয়ারি মতন তিনিও একজন নামকরা নাচের শিল্পী।

ট্যাগঃ
নাচের ভিডিও, মুসকান-বেবি, ভাইরাল ভিডিও