অঞ্জনা সিংয়ের হট স্টাইল ক্যামেরার কাছে, এই ভিডিও দেখে পাগল হলেন তার ভক্তরা

Published By: Khabar India Online | Published On:

অঞ্জনা সিংয়ের হট স্টাইল ক্যামেরার কাছে, এই ভিডিও দেখে পাগল হলেন তার ভক্তরা। 

এখন ভোজপুরি সিনেমার নায়িকারা দারুন জনপ্রিয়তা পাচ্ছেন তাদের অভিনয়ের মাধ্যমে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, যেমন আম্রপালী দুবে ও মোনালিসা সহ অনেকে। এবার সম্প্রতি অঞ্জনা সিংয়ের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আবার নতুন করে ভাইরাল হয়েছে। শুধুমাত্র যে ভোজপুরি নায়িকাদের মানুষের জীবনে অনেকটা জায়গা দখল করে আছে এমন নয়, এখানে নায়করাও সমান ভাবে জনপ্রিয়।

আরও পড়ুন -  Mamata Banerjee on 6th Pay Commission: সরকারি কর্মীদের নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, মহার্ঘ ভাতা আন্দোলনের মাঝেই

এই সময়ের নায়কদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, খেসারি লাল যাদব, দীনেশ নাল যাদব ও পবন সিং অনেকে। নতুন প্রজন্মের শিল্পীরা এই রকমের সিনেমায় আসছেন।

সম্প্রতি দারুন একটি ভোজপুরী সিনেমার গান সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। বর্তমানে নতুন প্রজন্মরা শুধু বাংলার হিন্দি গানের মধ্যে থেমে নেই, এই রকমের ভোজপুরি গানও বেশ মজা করে দেখছেন। এই ভিডিওগুলো মানুষ খুব পছন্দ করছেন। জানতে কমেন্টে গেলেই লক্ষ লক্ষ মানুষ লাইক করে আরও উৎসাহ দিচ্ছেন।

আরও পড়ুন -  Former Prime Minister Manmohan Singh: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং হাসপাতালে ভর্তি

২০১৩ সালে মুক্তি পেয়েছিল তু হি মেরি মেরি জান হ্যা রাধা’ সিনেমার গান ছুয়াটা পানি থোপে রে।
এই গানের সাথে নাচ করেছেন ভোজপুরি সিনেমার অসাধারণ নায়িকা অঞ্জনা সিং। তিনি গোলাপী শাড়ি পরে এখানে নাচ করেছেন। এখানে রয়েছে বিরাজ ভাট। এবার তার সাথে রোমান্টিক দৃশ্য করে মানুষের মন জয় করেছেন।

আরও পড়ুন -  YouTube Shorts: ইউটিউব শর্টস থেকে আয় করার সহজ উপায়

গোলাপী শাড়ির আঁচল নামিয়ে অভিনেতার সাথে রোমান্টিক কায়দায় মাতামাতি করেছেন এই অভিনেত্রী। অসাধারণ এই রোমান্টিক গানটি গেয়েছেন ইন্দু সোনালী ও গানের কথা লিখেছেন কবি পেয়ারীলাল যাদব। সুর দিয়েছেন রাজেশ রাজনীশ। ইশতার রিজিওনাল ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি ১০ বছর আগে শেয়ার হয়েছিলো।

ট্যাগঃ
অঞ্জনা সিং, ভোজপুরি মিউজিক ভিডিও, ভাইরাল ভিডিও