দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি

Published By: Khabar India Online | Published On:

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি। 

ডিজিটাল দিনে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে জড়িয়ে গেছে প্রত্যেকটি মানুষ। ডিজিটাল জগতের সঙ্গে চলতে গিয়ে এখন লেনদেনের জন্য ব্যাংকিং ব্যবস্থা অন্যতম হয়েছে। মানুষ এই ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে গেছে। ব্যাংকিং ব্যবস্থা দিনেদিনে উন্নত করছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে সতর্ক থাকবেন।

আয়কর আইনের অধীনে, নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা তোলার জন্য TDS কাটা হতে পারে। সেই জন্য এটিএম কার্ড মারফত ব্যাঙ্ক থেকে টাকা তোলার সময় সর্বদা সাবধান থাকবেন। একদিনে কত টাকা তুলতে পারবেন? অথবা মাসে কোনো চার্জ ছাড়া কতবার টাকা তোলা যাবে? সব কিছু জানুন এই প্রতিবেদনে।

আরও পড়ুন -  ৪০ হাজার টাকায় কিনুন Royal Enfield Classic 350, পূরণ করুন আপনার স্বপ্ন

প্রতিটি ব্যাঙ্কের নিজস্ব নিয়ম অনুসারে, একদিনে সর্বাধিক কত টাকা তোলা যাবে তা নির্ধারিত করে দিয়েছে। আবার কিছু ব্যাঙ্কে সর্বোচ্চ ১০ হাজার টাকা, কিছু ব্যাঙ্কে সর্বোচ্চ ৫০ হাজার টাকা তুলতে পারবেন। অপরদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুসারে, প্রতি মাসে যেকোনো ব্যাঙ্কের এটিএম থেকে ৫ বার পর্যন্ত ফ্রি তে টাকা তুলতে পারবেন। অতিরিক্ত বার টাকা তুলতে গেলে চার্জ দিতে হয়। ৫ বারের বেশি টাকা তুললে প্রতিবার সর্বোচ্চ ২১ টাকা করে চার্জ কাটবে। কিন্তু ব্যাঙ্ক ভেদে এই চার্জ আলাদা হয়ে থাকে।

আরও পড়ুন -  দুর্গাপুজো

উল্লেখ্য, এটিএম কার্ড ব্যবহারকারীরা বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার এটিএম পিন কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না। এটিএম ব্যবহারের সময় চারপাশে কেউ আছে কিনা লক্ষ্য রাখবেন। আপনার এটিএম কার্ড নিয়মিত ব্যবহার করবেন।

আরও পড়ুন -  কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় নুন দিয়ে করুন এই টোটকা, অর্থনৈতিক সমস্যা মিটে যাবে

যদি দীর্ঘদিন ব্যবহার না করেন, ব্যাঙ্ক আপনার কার্ড ব্লক করতে পারে। যদি আপনার পিন ভুলভাবে ৩ বার টাইপ করে ফেলেন, তখন আপনার এটিএম কার্ড ব্লক হতে পারে। আবার যদি আপনার এটিএম কার্ড হারিয়ে যায় অথবা চুরি হয়, দ্রুত আপনার ব্যাঙ্ককে জানিয়ে দিন। এটিএম ব্যবহারের সময় সর্বদা সতর্ক থাকবেন। আর নিয়মগুলি ভালো করে মানবেন। তাতে আপনার টাকার সাথে ব্যক্তিগত তথ্য নিরাপদে থাকবে।

ট্যাগঃ
এটিএম কার্ড, এটিএম কার্ড সম্পর্কে নিয়ম