Urfi Javed: ঝুলছে ডিম নিম্নাঙ্গে, আবার নতুন পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওড়ালেন উরফি জাভেদ

Published By: Khabar India Online | Published On:

Urfi Javed: ঝুলছে ডিম নিম্নাঙ্গে, আবার নতুন পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওড়ালেন উরফি জাভেদ। 

সবার সামনে আসতে তিনি বেশ অভ্যস্ত অর্ধনগ্ন পোশাকে উরফি। যখন ক্যামেরার সামনে আসেন, সেই ক্যামেরাম্যানরা তার পিছনে দৌড় লাগান। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসলে ভাইলারের সাথে কমেন্ট ভর্তি হয়ে যায়।

কেউ কেউ নেতিবাচক কমেন্ট করেছেন, কেউ আবার ইতিবাচক কমেন্ট দিয়েছেন।
তিনি জানান, বাড়িতে তিনি কিছুই পরেন না। কিছুদিন আগেই দেখা গেল যে, উরফি চায়ের পাতার টিব্যাগ দিয়ে জামা পড়েছিলেন। চা খেতে গিয়ে হঠাৎ মনে হয়েছে সেটি ব্যাক পোশাকের জন্য কাজে লাগবে। বেশ কিছুদিন আগে তিনি এমন একটা পোশাক পরেছিলেন, যা দেখে মনে হয়েছিল তার গায়ের উপরে গোবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন -  দারিদ্র্য কে সরিয়ে রেখে একটু আনন্দ করা, ‘তওবা তওবা’ গানে নাচলেন এই মহিলা!

আবার সাইকেল চালাতে চালাতে যখন সাইকেলের চেইন পড়ে যায়, সেই চেন দিয়ে তিনি পোশাক বানিয়ে নেন। আবার বেতের ঝুড়ি বা কাঠের ক্লিপ যে কোন উপকরণ দিয়েই খুব সহজে পোশাক বানিয়ে সেই পোশাক পরেন। এই সব নিয়ে অনেকবার আলোচনা হয়েছে।

আরও পড়ুন -  Urfi-Nia: টেক্কা দিচ্ছেন একে অপরকে, উর্ফি-নিয়া!

উরফি যেখানে, সেখানেই বিতর্কিত। তিনি আলোচনা অথবা সমালোচনার সব কিছুকেই রীতিমতন তুরি মেরে উড়িয়ে দেন। এই নতুন ধরনের ফ্যাশন ট্রেন্ড উরফি বাজারে নিয়ে এলেন। যে কোনো জিনিস দিয়ে তিনি পোশাক বানিয়ে পরার উরফি প্রথম সৃষ্টি করেছেন।

instagram এর মাধ্যমে আবারও উরফি জাভেদ চলে আসলেন সমালোচনার ঝড় নিয়ে। এবার দেখা গেছে, ডিমের তৈরি করা স্কার্ট পরতে। তিনি গায়ে দিয়েছেন অর্থাৎ পরেছেন কালো রঙের পোশাক। অন্তর্বাস স্পষ্ট রয়েছে।

আরও পড়ুন -  হরিশ্চন্দ্রপুর থানা পাড়া সার্বজনীন কালীপূজো কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিচে দিকে পরেছেন ডিমের একটা স্কার্ট। ডিমের এমন স্কার্ট দেখে সোশ্যাল মিডিয়ার মাতামাতি লাগার মতন পরিস্থিতি। ছবি তিনি দিয়ে ক্যাপশনে লিখেছেন আন্ডেকা ফান্ডা। ছবিটি প্রায় ৬৫ হাজার মানুষ লাইক দিয়েছে। আর প্রায় ১০০০ এরও বেশি মানুষ কমেন্ট দিয়ে প্রশংসায় ভরিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)


ট্যাগঃ
ডিমের একটা স্কার্ট, উরফি জাভেদ, ডিম নিম্নাঙ্গে