Yash Dasgupta: খোলা পিঠে বিশাল বড় ট্যাটু, ‘শার্টলেস’ অবস্থায় যশকে বারবার দেখছেন মহিলা অনুরাগীরা

Published By: Khabar India Online | Published On:

Yash Dasgupta: খোলা পিঠে বিশাল বড় ট্যাটু, ‘শার্টলেস’ অবস্থায় যশকে বারবার দেখছেন মহিলা অনুরাগীরা। 

বাংলা টেলিভিশন সিরিয়াল।

বাংলা টেলিভিশন সিরিয়ালগুলি একটি জনপ্রিয় বিনোদন মাধ্যম। এই সিরিয়ালগুলি সাধারণত দীর্ঘস্থায়ী হয় এবং প্রতিদিন বা সাপ্তাহিক প্রচারিত হয়।

বাংলা টেলিভিশন সিরিয়ালের বৈশিষ্ট্য।

এই সিরিয়ালগুলি সাধারণত অনেক পর্ব ধরে চলে।
এগুলি সাধারণত প্রতিদিন প্রচারিত হয়।
এই সিরিয়ালগুলি সাধারণত পরিবারের সব সদস্যের জন্য উপযুক্ত।
এই সিরিয়ালগুলি প্রায়শই মেলোড্রামা এবং রোম্যান্সের উপর গল্প তৈরি করা হয়।
কিছু সিরিয়াল সামাজিক সমস্যা, যেমন দারিদ্র্য, শিক্ষা এবং নারী অধিকার।

বাংলা টেলিভিশন সিরিয়ালের প্রভাব।

মনোরঞ্জনঃ এই সিরিয়ালগুলি দর্শকদের জন্য একটি বিনোদন মাধ্যম হিসেবে কাজ করে।
সামাজিক সচেতনতা: কিছু সিরিয়াল সামাজিক সমস্যা সম্পর্ক নিয়ে কথা বলে।
এই সিরিয়ালগুলি বাংলা ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য প্রচার করে।
এই সিরিয়ালগুলি বিজ্ঞাপনের একটি বড় উৎস।

আরও পড়ুন -  Horoscope: আজ ৪ঠা জানুয়ারি (১৯শে পৌষ) মঙ্গলবার রাশিফল দেখুন

‘অ্যাংরি ইয়াং ম্যান’ লুকের ভক্ত মেয়েরা আগেও যেমন ছিল, এখনও তেমনই আছে। তিনি হলেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে বিপুল সাফল্যের দিয়ে সিনেমায় পা রাখেন।

বোঝে না সে বোঝে না সিরিয়ালে অরণ্য সিংহ রায় চরিত্রটিতে অভিনয় করে খ্যাতির শীর্ষে গিয়েছিলেন যশ। তাঁর মহিলা ভক্তদের সংখ্যা ছিল অনেক। তিনি সেই খ্যাতিকে সাথে নিয়েই বড়পর্দায় আসেন যশ। ‘গ্যাংস্টার’ ছবির হাত ধরে ডেবিউ করেছিলেন।

এরপর থেকে বহু ছবিতে অভিনয় করেছেন যশ। আবার ছোটপর্দার মতো বড়পর্দায় অতটা সাফল্য পাননি। যদিও তাঁর জনপ্রিয়তায় বিশেষ কোনো ভাঁটা দেখা যায়নি।

আরও পড়ুন -  বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া, প্রোটিয়াদের পরাস্ত করে, ৫ বারের চ্যাম্পিয়নের বিপক্ষে মাঠে দেখা হবে ভারতের

বর্তমানে এখন নুসরত জাহানের জীবনসাথী এই যশ। স্ত্রী ও সন্তান নিয়ে বেশ সুখে শান্তিতে রয়েছেন। নিজেদের প্রযোজনা সংস্থাও খুলেছেন যশ-নুসরত। সেই সাথে সোশ্যাল মিডিয়াতেও যশের সক্রিয়তা খুব বেশি। ইনস্টাগ্রামে প্রায় ১ মিলিয়নেরও বেশি ফলোয়ার্স আছে যশের। জনপ্রিয়তার দিক দিয়ে নামীদামী অভিনেত্রীদেরও পাল্লা দিচ্ছেন তিনি।

মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফটোশুটের ছবি শেয়ার করেন। সম্প্রতি অভিনেতার সাম্প্রতিক একটি ছবি দারুন চর্চায় রয়েছে নেটদুনিয়ায়।

শার্টলেস লুকে ধরা দিয়েছেন যশ। পিঠের ডান দিকে একটি বিশাল বড় ট্যাটু। চোখে রয়েছে সানগ্লাস। পেছন ঘুরে অপরদিকে তাকিয়ে পোজ দিয়েছেন অভিনেতা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মে ডে’।

আরও পড়ুন -  যশকে দেখিয়ে পরেন সব পোশাক, লিপস্টিক একদম নয়, নুসরত বিষ্ফোরক

সাথে দিয়েছেন একটি আগুনের ইমোজি। কমেন্ট বক্সে প্রশংসার বন্যা। একজন লিখেছেন, ‘পুরনো অরণ্য সিংহ রায়কে মিস করছি’। যশের এক ফ্যানপেজের তরফে লেখা হয়েছে, ‘এবার বুঝলাম কেন এত গরম পড়েছে’। আবার একজন লিখেছেন, ‘তাপমাত্রা আরো বেড়ে গেল’।

প্রসঙ্গত, যশকে শেষবার দেখা গিয়েছে ‘সেন্টিমেন্টাল’ ছবিতে। যশ-নু্সরতের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ছিল। নুসরতের সাথে জুটি বেঁধে অভিনয় করেছিলেন যশ। কিন্তু প্রত্যাশা মতো দর্শকমহলে সাড়া ফেলতে পারেনি এই ছবিটি।

 

View this post on Instagram

 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)

ট্যাগঃ

যশ দাশগুপ্ত, যশ-নু্সরত, বিশাল বড় ট্যাটু