Small Saving Scheme: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে শক্তিশালী রিটার্ন, টাকা হারানোর ভয় নেই

Published By: Khabar India Online | Published On:

Small Saving Scheme: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে শক্তিশালী রিটার্ন, টাকা হারানোর ভয় নেই। 

মানুষ অবসর জীবনের জন্য টাকা রাখেন ভালো জায়গায়। যেখানে কোন ভয় নেই টাকা চলে যাবার। বিশেষ করে বর্তমান সময়ে। এফডি বিনিয়োগ খুব ভালো বিকল্প। এখানে টাকা হারানোর কোনো আশঙ্কা থাকে না।

আপনার সুবিধা অনুযায়ী স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য এতে বিনিয়োগ করতে পারেন। এখন বেশিরভাগ ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের এফডি অফার করছে। এই স্বল্পমেয়াদী এফডিগুলি ৭ দিন থেকে ১২ মাস পর্যন্ত হয়। আবার একই সময়ে দীর্ঘমেয়াদী এফডি এক বছর থেকে ১০ বছর পর্যন্ত হয়। আজকে আপনাকে স্বল্পমেয়াদী এফডিতে ব্যাংক কর্তৃক প্রদত্ত সুদের হার সম্পর্কে বলছি।

আরও পড়ুন -  মহারাষ্ট্রের লাতুরে ৮,৭৯৭ জন দিব্যাঙ্গজনকে সাহায়ক সরঞ্জাম এবং সাহায্য প্রদানের জন্য এডিআইপি শিবিরের ই-সূচনা করেছেন শ্রী থেওরচাঁদ গেহলট

এইচডিএফসি ব্যাঙ্ক: এই ব্যাঙ্ক সাত দিন থেকে এক বছরেরও কম সময়ের মধ্যে ম্যাচিওর হওয়া এফডিতে ৩ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত সুদের হার অফার দিচ্ছে।

এসবিআই: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ নাগরিকদের ৭ দিন থেকে এক বছরের কম সময়ের এফডিতে ৩ শতাংশ থেকে ৫.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দেয়।

পিএনবি: সাধারণ নাগরিকদের ৭ দিন থেকে এক বছরের এফডিতে ৩ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক।

কানাড়া ব্যাঙ্ক: ৭ দিন থেকে এক বছরের এফডি-তে ৪% থেকে ৬.৮৫% পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। এই সুদ ৭ দিন থেকে এক বছরের এফডি-র জন্য।

ইয়েস ব্যাঙ্ক: এই ব্যাঙ্ক ৭ দিন থেকে ১ বছরের এফডি-তে ৩.২৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই বেসরকারি ব্যাঙ্ক।

ট্যাগঃ
ব্যাংক-এফডি, এফডি রিটার্ন রেট, এইচডিএফসি ব্যাঙ্ক, পিএনবি, এসবিআই, ইয়েস ব্যাঙ্ক

আরও পড়ুন -  এসবিআই নিয়ে এসেছে দুটি নতুন প্রকল্প, এবার পাবেন ব্যাংক এর থেকে আরও বেশি সুদ