Video: আম্রপালির সঙ্গে রোমান্টিক দৃশ্যে করতে গিয়ে নিয়ন্ত্রণ হারালেন নিরাহুয়া, আগে বন্ধ করুন দরজা তারপর দেখুন ভিডিও

Published By: Khabar India Online | Published On:

Video: আম্রপালির সঙ্গে রোমান্টিক দৃশ্যে করতে গিয়ে নিয়ন্ত্রণ হারালেন নিরাহুয়া, আগে বন্ধ করুন দরজা তারপর দেখুন ভিডিও। 

ভোজপুরী সিনেমা: এক ঝলক।

ভোজপুরী সিনেমা হল ভারতের বিহার ও পূর্বাঞ্চলের জনপ্রিয় একটি চলচ্চিত্র শিল্প।

বিষয়বস্তু:

গ্রামীণ জীবনের চিত্রায়ণ
পারিবারিক মূল্যবোধ
রোম্যান্স
অ্যাকশন
কমেডি
লোককাহিনী ও লোকগীতি।

জনপ্রিয়তা:

বিহার, পূর্বাঞ্চল, মরিশাস, ফিজি, সুরিনাম, গায়ানা
নিম্নবিত্ত ও শ্রমিক শ্রেণীর মধ্যে
গ্রামীণ জনগোষ্ঠীর কাছে।

ভবিষ্যৎ:

বাজেট বৃদ্ধি
প্রযুক্তির ব্যবহার
আন্তর্জাতিক বাজারে প্রবেশ।

ভোজপুরী সিনেমা:

বিভিন্ন সংস্কৃতির মিশেল
ভারতীয় চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ অংশ
বিনোদন ও সাংস্কৃতিক পরিচয়।

এই দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া অন্যতম ভোজপুরী অভিনেতা বিনোদন দুনিয়ায়। কিন্তু শুধুমাত্র ভোজপুরী দর্শকরাই তার ভক্ত তা কিন্তু নয়। এর কারণ ইউটিউবে সেই গান বা সিনেমা আসলে পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে।

আরও পড়ুন -  Viral: নায়িকা ইনায়ার সঙ্গে অশ্লীল ভঙ্গিতে নাচ পরিচালক রামগোপাল বর্মার ! হইচই নেটমহলে

আবার শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ বা ছত্রিশগড় নয় সারা দেশে বিদেশে ছড়িয়ে আছে তার ভক্তরা। ভোজপুরী সিনেমার দুনিয়ায় সুপারস্টার দীনেশ লাল যাদব এর সিনেমা বা ভিডিও ইউটিউবে আসলে সেইটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়।

এই ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় কয়েক মুহূর্তের মধ্যেই। তার নতুন গান এর ভিডিও না, বহু পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়। তিনি ভোজপুরী সিনেমার দুনিয়ায় থাকলে যে কোন গান বা সিনেমা সুপার-ডুপার হিট।

আরও পড়ুন -  Shikkhasathi Scheme: পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ শিক্ষার্থীদের জন্য সুখবর

এনার মত তারকা ভোজপুরি সিনেমা জগতে খুব একটা দেখা যায় না। প্রত্যেকটি গান ইউটিউবে সুপার-ডুপার হিট হবেই।

রোমান্টিক সং টি দেখুন।

দীনেশ লাল যাদবের সাথে আম্রপালি দুবের দারুণ একটা মাখো মাখো কেমিস্ট্রি রয়েছে, এইটা সবার মধ্যে নেই। যখনই তারা দুজনে রোমান্সে মাতামাতি করেন, দর্শকরা সেই রোমান্স চেটেপুটে গ্রহণ করেন। এখনও পর্যন্ত তাদের জুটির কোন ফ্লপ মুভি দেখা যায়নি।

দীনেশ লাল যাদবের সাথে আম্রপালি দুবের মত জুটি এখনো ভোজপুরী সিনেমার দুনিয়ায় আসেনি। তাদের ছবি যেকোনো সিনেমা হলেই দারুন জনপ্রিয়তা নিয়ে চলে বহু দিন ধরে।

আরও পড়ুন -  ভার্চুয়াল ব্রিকস শীর্ষ সম্মেলন-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ

সম্প্রতি নিরাহুয়া ও আম্রপালির অসাধারণ একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেইটা দেখেই প্রত্যেকে বেশ উত্তেজিত অনুভব করেছেন। এই সুন্দর নাচের ভিডিও মানুষ একবার ছেড়ে বারবার দেখছেন। কীর্তন করেলা কামারিয়া নামের এই অসাধারণ গানটি লক্ষ লক্ষ মানুষের কাছে চলে গিয়েছে। সাত বছর আগে প্রায় 14 লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন ভেবে দেখুন কি রয়েছে এই নাচের ভিডিওতে। টি সিরিজ হামার ভোজপুরি নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি সর্বত্র চলে গিয়েছে।

ট্যাগঃ
আম্রপালি দুবে, ভোজপুরি গান, নাচের ভিডিও, নিরহুয়া, ভাইরাল ভিডিও