Video: বৃষ্টির রাতে আস্থার স্পর্শে কেঁপে উঠলেন পবন সিং, উত্তেজনা ছড়ালো গোটা শরীরে

Published By: Khabar India Online | Published On:

Video: বৃষ্টির রাতে আস্থার স্পর্শে কেঁপে উঠলেন পবন সিং, উত্তেজনা ছড়ালো গোটা শরীরে। 

ভোজপুরী সিনেমা: এক ঝলক

ভোজপুরী সিনেমা হল ভারতের বিহার ও পূর্বাঞ্চলের জনপ্রিয় একটি চলচ্চিত্র শিল্প। হিন্দি সিনেমার অনুকরণে ১৯৬৩ সালে “গঙ্গা মৈয়া তোহে পিয়ারি চাদ” ছবির মাধ্যমে এর যাত্রা শুরু হয়।

বিষয়বস্তু:

গ্রামীণ জীবনের চিত্রায়ণ
পারিবারিক মূল্যবোধ
রোম্যান্স
অ্যাকশন
কমেডি
লোককাহিনী ও লোকগীতি

জনপ্রিয়তা:

বিহার, পূর্বাঞ্চল, মরিশাস, ফিজি, সুরিনাম, গায়ানা
নিম্নবিত্ত ও শ্রমিক শ্রেণীর মধ্যে
গ্রামীণ জনগোষ্ঠীর কাছে

ভবিষ্যৎ:

বাজেট বৃদ্ধি
প্রযুক্তির ব্যবহার
আন্তর্জাতিক বাজারে প্রবেশ

ভোজপুরী সিনেমা:

বিভিন্ন সংস্কৃতির মিশেল
ভারতীয় চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ অংশ
বিনোদন ও সাংস্কৃতিক পরিচয়

আরও পড়ুন -  Dilip Ghosh: জেলায় জেলায় আন্দোলনের ডাক দিলীপের

ভোজপুরী সিনেমার দুনিয়ায় অন্যতম সুপারস্টার হলেন পবন সিং। তার অসাধারণ অভিনয়ে ক্ষমতা দিয়ে মানুষকে আরও আকর্ষণ করেন। এক একটি ছবি ইউটিউবে আসলে সকলের ঝাঁপিয়ে পড়েন সেই ছবিটি দেখার কারণে।

আবার সেই ছবিটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়। কিন্তু শুধুমাত্র নতুন গানই নয়, বহু পুরনো দিনের যে ভিডিওগুলো ইউটিউবে রয়েছে, সেইগুলি এখনো বেশ জনপ্রিয়তা রয়েছে।

বর্তমানে ভোজপুরী সিনেমাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছেন দীনেশ লাল যাদব। তার সঙ্গে পাল্লা দিচ্ছেন পবন। এখানে শুধুমাত্র যে ভোজপুরী দর্শকরাই তার ভক্ত তা কিন্তু না, তার ভক্ত আছে সারা বিশ্বে। ইউটিউবে আসলে পৌঁছে যায় বিশ্বের নানান প্রান্তে। দেশের মধ্যে বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ বা ছত্রিশগড় নয়, সারা দেশে বিদেশে ছড়িয়ে আছে তার ভক্তরা।

আরও পড়ুন -  Horoscope: আজ ১৪ই ডিসেম্বর, রাশিফল দেখুন

ভোজপুরী সিনেমার দুনিয়ায় সুপারস্টার পবনের সিনেমা বা ভিডিও ইউটিউবে আসলে সেইটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় এমন তিনি জনপ্রিয় নায়ক।

আবার সেই ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় এক মুহূর্তে। কেবল মাত্র নতুন গান এর ভিডিও না, বহু পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয় হয়। যদি তিনি ভোজপুরী সিনেমায় থাকেন, যে কোন গান সুপার-ডুপার হিট হবেই।

আরও পড়ুন -  ভিডিও দেখে মনে হচ্ছে মিমি প্রেম করছেন ? তার উপর লুক অন্য রকম !

এনার প্রত্যেকটি গান ইউটিউবে সুপার-ডুপার হিট। আপনি দেখুন সেই ধরনের অসাধারণ রোমান্টিক সং।

আবার একটি অসাধারণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখতে পাওয়া গেছে, বৃষ্টির রাতের অন্ধকারে আস্থা সিং এর সাথে দুর্দান্ত রোমান্টিক মুডে আছে। ‘পিয়া ছোড় দিহিন না’ গানের সাথে দারুণ পারফর্ম দেখালেন সবার অত্যন্ত প্রিয় এই অভিনেত্রী। আমার ভোজপুরি নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি পৌঁছে গেছে সারা বিশ্বে। নাম মাত্র অল্প পোশাকে নায়িকাকে ওই অন্ধকারে দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এই নায়ক।

ট্যাগঃ
আস্থা সিং, নাচের ভিডিও, পবন সিং, ভাইরাল ভিডিও