Gold Price Today: পয়লা বৈশাখে সোনার গায়ে হাত দেওয়া যাবে, আজ কলকাতায় দরদাম কি?

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: পয়লা বৈশাখে সোনার গায়ে হাত দেওয়া যাবে, আজ কলকাতায় দরদাম কি?

শুরু হয়ে গেল বাঙালির ক্যালেন্ডারে পয়লা বৈশাখ মাস। এবার শুরু হল বিয়ের মাস। এই মাসে বেশি বিয়েবাড়ি হয় এই বাংলায়।

বিয়েবাড়ি মানে যেমন শাড়ি কাপড়ের কেনাকাটা, অপরদিকে বিয়েবাড়িতে সোনার গয়না কেনার নিয়ম আছে, এর কারণ এইটা খুব শুভ। তাই জন্য বাড়ির বিয়েবাড়ি হোক অথবা উপহারের জন্য, গয়না কমবেশি অনেকেই কেনা কাটি করেন।

এদিকে আবার মধ্যবিত্ত ক্রেতারা চিন্তায় পড়েন সোনার দামের এই ঊর্ধ্বমুখীর জন্য।

আরও পড়ুন -  Gold Price: কিছুটা স্বস্তি দিয়েছে আজ সোনার দাম, শনিবার দরদাম কি বলছে?

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল শনিবার কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্ধ্বমুখী। আজকে সপ্তাহের ছুটির দিন মানে রবিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রয়েছে স্থিতিশীল অবস্থায়। এদিন বৃদ্ধি অথবা হ্রাস পায়নি রূপোর দামও।

পয়লা বৈশাখে সোনার গায়ে হাত দেওয়া যাবে, আজ কলকাতায় দরদাম কি? আজকে কলকাতায় সোনার দরদাম কেমন রয়েছে একটু জানি।

আজকে কলকাতায় সোনার দাম (১৪.০৪.২০২৪-রবিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭২,৫৫০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৬,৫০০ টাকা।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার গয়না কলকাতায় আজ কত দামে রয়েছে?

গতকাল কলকাতায় ছিল সোনার দাম-(১৩.০৪.২০২৪-শনিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭২,৫৫০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৬,৫০০ টাকা।

আজ মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (১৪.০৪.২০২৪-রবিবার)
৮৫,৫০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (১৩.০৪.২০২৪-শনিবার)
৮৫,৫০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  সোনার দাম আরও কমলো, জুলাইয়ের প্রথম দিনে ভারতে বেশ দুর্বল সোনা

আজ মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, রবিবার বিশ্ব বাজারে সামান্য নিচের দিকে রয়েছে সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২৩৮৪.২০ মার্কিন ডলার। আজকে অল্প কমে হয়েছে ২৩৪৩.১০ মার্কিন ডলার। তার জন্য প্রভাব দেশীয় বাজারে সেই ভাবে দেখা যায়নি। আজকে দেশীয় বাজারে সোনার দাম আছে স্থিতিশীল।

ট্যাগঃ
সোনা ও রুপোর দাম, কলকাতায় সোনা ও রৌপ্যের দাম, সোনার দাম, কলকাতায় সোনার দাম, সোনার দাম আজ, রৌপ্যের দাম, কলকাতায় রৌপ্যের দাম, রূপার দাম আজ