Gold Price Today: বাংলা বছরের শেষদিনে সোনার দাম কি? কলকাতার বাজারদর কেমন আজকে
ভারতে প্রাচীনকালের সংস্কৃতি এখনো রয়ে গেছে দারুন ভাবে। ভারতে সোনার চাহিদা অন্যান্য পাশ্চাত্য দেশের থেকে বহু গুণ এখনও বেশি। তাছাড়া সোনার ব্যবহার আছে উপহার দেওয়ার জন্য।
যেমন বিয়েবাড়ি থেকে জন্মদিন বা অন্নপ্রাশন এবং বার্ষিকী উদযাপন সহ নানা ছোটখাটো অনুষ্ঠানেও এই সোনার গয়না উপহার দেওয়ার রীতি রয়েছে আমাদের।
সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল শুক্রবার কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্ধ্বমুখী।আজকে সপ্তাহের শেষ দিন মানে শনিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ঊর্ধ্বমুখী।
আবার এদিন সামান্য বৃদ্ধি পেয়েছে রূপোর দামও। বাংলা বছরের শেষদিনে সোনার দাম কি? কলকাতার বাজারদর কেমন আজকে। আজকে কলকাতায় সোনার দরদাম কেমন একটু দেখি হাত দেওয়া যাবে কিনা।
আজকে কলকাতায় সোনার দাম (১৩.০৪.২০২৪-শনিবার)।
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৩,৩২০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৭,২১০ টাকা।
গতকাল কলকাতায় ছিল সোনার দাম-(১২.০৪.২০২৪-শুক্রবার)।
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৩,৩১০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৭,২০০ টাকা।
আজ মূল্যবৃদ্ধি।
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১০ টাকা।
আজকে কলকাতায় রূপোর দাম (১৩.০৪.২০২৪-শনিবার)
৮৬,৬০০ টাকা প্রতি কেজি।
গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (১২.০৪.২০২৪-শুক্রবার)
৮৬,৫০০ টাকা প্রতি কেজি।
আজ মূল্যবৃদ্ধি
১০০ টাকা প্ৰতি কেজি।
প্রসঙ্গত, শনিবার বিশ্ব বাজারে সামান্য নিম্নমুখী হয়েছে সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২৩৮৪.২০ মার্কিন ডলার। আজকে অল্প কমে হয়েছে ২৩৪৩.১০ মার্কিন ডলার। তার জন্য এই প্রভাব দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা যায়নি। আজকে দেশীয় বাজারে সোনার দাম আছে ঊর্ধ্বমুখী।
ট্যাগঃ
সোনা ও রুপোর দাম, কলকাতায় সোনা ও রৌপ্যের দাম, সোনার দাম, কলকাতায় সোনার দাম, সোনার দাম আজ, রৌপ্যের দাম, কলকাতায় রৌপ্যের দাম, রূপার দাম আজ