পছন্দ-অপছন্দ, ভালোলাগা-মন্দলাগা

Published By: Khabar India Online | Published On:

পছন্দ – অপছন্দ, ভালোলাগা – মন্দলাগা

জীবনের এই খেলা,
চলছে চিরকাল ধরে।

রঙিন স্বপ্ন, আকাঙ্ক্ষার আকাশে,
উড়ে বেড়ায় মন,
কখনো সুখে, কখনো দুঃখে।

সূর্যের আলো, বৃষ্টির ফোঁটা,
পৃথিবীর সৌন্দর্য,
মনে ভরে আনন্দে।

অন্ধকার রাত, ঝড়ের বাতাস,
ভয়ের আঁধারে,
মন পায় ভয়।

আরও পড়ুন -  Schools: বিদ্যালয়গুলিতে কেন্দ্রীয় সহায়তাপুষ্ট পিএম পোষণ কর্মসূচি আরও পাঁচ বছর চালিয়ে যাওয়া প্রস্তাব

পছন্দের পথে,
হাঁটে মন আনন্দে,
অপছন্দের বাঁধা,
পেরিয়ে যায় সাহসে।

ভালোলাগার আবেশে,
মন হয় পরিপূর্ণ,
মন্দলাগার অনুভূতি,
হৃদয়কে করে ক্ষতবিক্ষত।

পছন্দ – অপছন্দ, ভালোলাগা – মন্দলাগা,
জীবনের এই খেলা,
চলে চিরকাল ধরে।

আরও পড়ুন -  SBI: ছুটতে হবে ব্যাংকে, জরুরী নির্দেশ দিল State Bank of India

মনের জোরে,
পথে এগিয়ে যেতে হবে,
সুখ-দুঃখের মাঝে,
হাসি-কান্নার সাথে নিয়ে।

নিঃশব্দে ফুলে ফুলে,
খোলে কলি, হয় ফুল,
পছন্দের ফুলের সৌরভ,
মন হয় মাতোয়ারা।

কাঁটাও লাগে হাতে,
অপছন্দের যন্ত্রণা,
বুকে জাগে বেদনা।

ভালোলাগা মানুষের,
হাতছানি দেয় দূরে,
মনের মাঝে জাগে,
মিলনের আশা, স্বপ্নের সুখে।

আরও পড়ুন -  Railway Group D Recruitment: ৩৩ হাজার শূন্যপদে সুযোগ, জেনে নিন বিস্তারিত

মন্দলাগার মানুষ,
মনের আকাশে করে মেঘলা,
দুঃখের ঝড়ে,
চোখে জমে অশ্রুধারা।

পছন্দ – অপছন্দ, ভালোলাগা – মন্দলাগা,
জীবনের এই খেলা,
চলে চিরকাল ধরে,
মনের জোরেই সামলাতে হবে,
সুখে-দুঃখে, ভালোবাসায়।