সূর্য খুব উজ্জ্বল হলে, মেঘ আসে পিছনে গোপনে

Published By: Khabar India Online | Published On:

সূর্য খুব উজ্জ্বল হলে, মেঘ আসে পিছনে গোপনে। 

সূর্য খুব উজ্জ্বল হলে,
মেঘ আসে পিছনে গোপনে।
প্রকৃতির রঙে রঙিন হয়,
সবুজ ঘাসে ফুল ফোটে।

বনের গভীরে সবুজ ছায়া,
পাখিরা গান গায়।
মন খুলে।
সুখের সন্ধানে যায়।

আরও পড়ুন -  সেরা অভিনেত্রী হলেন জয়া

সৃষ্টির এই সৌন্দর্য বিশ্বে,
মানুষের হৃদয় ভরে তুমি এসো স্বপ্নে।
প্রেম ও আনন্দে ভরে তোমার ছবি,
জীবন হোক সদা সুখের।

এই নীল আকাশ, সবুজ পৃথিবী,
সৃষ্টির বিভিন্ন রঙে ভরা আমাদের জীবন।
প্রকৃতির সৌন্দর্য জাগিয়ে রাখ,
সেই সৌন্দর্যে মনে রাখ সব সময় সুখ।

আরও পড়ুন -  রিহান্দে উৎপাদিত ফ্লাই অ্যাশের ব্যবহার বাড়াতে এনটিপিসি-র পরিকাঠামো তৈরি

সূর্য আসলে, মেঘ ভাসলে,
প্রকৃতির আলোয় হৃদয় উজ্জ্বল হলে।
পাখি গান গাইলে, ফুল মেলে,
মন ধন্য হলে, জীবন হয় সুখের।

বনের শান্ত ছায়ায়, পাখিরা বন্ধুত্ব চায়,
মনে হলো বিশ্বাস।
সৃষ্টির আলো আসলে, জীবন সুন্দর হলে,
আমরা ভালোবাসা করি, প্রেমে সব কিছু মিলে যায়।

আরও পড়ুন -  Cyclone Update: জোড়া ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর ও আরবসাগরে, আবহাওয়া কেমন থাকবে কালীপূজোয়?

ট্যাগঃ

সূর্য খুব উজ্জ্বল,
মেঘ ফিরে আসে গোপনে