রিলিজ করছে গরম করা ওয়েব সিরিজ Kooku-তে, একা একা দেখবেন

Published By: Khabar India Online | Published On:

ওয়েব সিরিজ টি ১৮+উদ্ধের জন্য। এখন বিনোদনের স্বাদ বদলে গিয়েছে। করোনা মহামারির পর থেকে টিভি অথবা রেডিওর বিনোদন ছেড়ে সকলেই ঝুঁকেছে মুঠোফোনের সামনে।

এর সাথে রাতারাতি গজিয়ে উঠেছে বিভিন্ন ওটিটি অ্যাপ। এখনকার সময়ে এইসব অ্যাপ পিছনে ফেলে দিয়েছে বলিউডকে। এই রকম ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে নানান স্বাদের ওয়েব সিরিজ।এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয় কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ।

আরও পড়ুন -  পশ্চিমবঙ্গ প্রাণী বিকাশ কর্মীদের বিক্ষোভ, একাধিক দাবি-দাওয়া নিয়ে

এই সমস্ত ওয়েব সিরিজের রস চেটেপুটে খায় দর্শকরা। ঘরের দরজা বন্ধ করে এই সমস্ত ওয়েব সিরিজের কামুক মাদকতায় হারিয়ে যেতে চান।

এখন ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। যেমন উল্লু, প্রাইম শট ও কোকু ইত্যাদি জায়গায় প্রায় রোজ কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করছে। এইগুলো যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা আবার ঊর্ধ্বমুখী।প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখেন। ওয়েব সিরিজের হট সিন দেখে ঘাম দিতে এই অ্যাডাল্ট ওয়েব সিরিজ দুনিয়ার বেতাজ বাদশা Kooku অ্যাপ।

আরও পড়ুন -  Web Series: একের পর এক আনছে গরম করা ওয়েব সিরিজ, একা দেখবেন মজা রয়েছে

এই অ্যাপে রিলিজ করে একের পর এক লাস্যময়ী ওয়েব সিরিজ। সম্প্রতি এখানে একটি ওয়েব সিরিজের ট্রেলার রিলিজ করেছে। এই নিয়ে এখন ব্যাপক চর্চা চলছে। ওয়েব সিরিজের নাম, ‘Courtship‘।

আরও পড়ুন -  Pori Moni: ১৩ মিনিটের ভিডিও ভাইরাল, রাজ-পরীমণির

এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়সী। এই ওয়েব সিরিজের গল্প হচ্ছে এক নব দম্পতিকে নিয়ে। তাঁদের মাঝে আসেন এক তৃতীয় ব্যক্তি। তারপর চলতে থাকে পরকিয়া। এই ওয়েব সিরিজ জুড়ে রয়েছে একাধিক বেডসিন। গল্পের শেষে কি হবে, সব কিছু জানতে চাইলে ওয়েব সিরিজটি দেখে নিতে হবে। আগামী ২২ আগস্ট রিলিজ হতে চলেছে।