ভোজপুরি অভিনেত্রী অঞ্জনা সিং অদ্ভুত ভাবে নাচ করলেন এখানে, ভিডিও দেখলে অবাক হবেন

Published By: Khabar India Online | Published On:

এখনকার দিনে বলিউডের সাথে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। এখন দারুন উন্নতি করেছে ভোজপুরি ছবি। নানান ভোজপুরি সিনেমার গানের ভিডিও অথবা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হচ্ছে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

বিশেষ ভাবে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যাচ্ছে নানান ভোজপুরি সিনেমার গান অথবা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বহু অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স করে রাতের ঘুম কেড়ে নিচ্ছে এখনকার নেটিজেনদের। তাঁদের সব কিলার এক্সপ্রেশনের ভক্ত লক্ষ লক্ষ মানুষ। সেই তালিকার মধ্যে আছেন ভোজপুরি হট অভিনেত্রী অক্ষরা সিং।

আরও পড়ুন -  অভিনেত্রী নম্রতা মাল্লার সাহসী পোজ লেহেঙ্গায়, পুরুষ ভক্তরা নিয়ন্ত্রণহীন

ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং যে ব্যাপক সুন্দরী আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। এই ভিডিওটি হল ভোজপুরি তারকা অক্ষরা সিংয়ের একটি রোমান্টিক নাচের ভিডিও। এই ভিডিওটি কিন্তু বেশ পুরনো।

আরও পড়ুন -  Pawan-Kajal Hot Video: কাজল রাগওয়ানী, বন্ধ ঘরে রোমান্টিক পবন সিংয়ের সাথে, ঝলক দেখুন ভিডিওর

২০১৮ সালে ‘খুদ্দার‘ ছবিতে গুঞ্জনের চরিত্রে অভিনয় করেছিলেন অঞ্জনা সিং। এবার তাঁর একটি মিউজিক ভিডিও আবার নতুন করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল।

এই ভাইরাল গানের নাম, ‘পঞ্চায়েত ভবন জানেমন লাগেলু‘। এখানে লেহেঙ্গা চোলি পরে মাটিতে বসে কিলার স্টাইলে নাচ দেখালেন অভিনেত্রী। এতে প্রেমিকা তাঁর প্রেমিকের থেকে প্রেমের হিসাব বুঝে নিতে চাইছে। এই ভিডিও ‘ওয়াল্ডওয়াইড রেকর্ড ভোজপুরি‘ চ্যানেলে পোস্ট করা হয়েছে। প্রায় ৪ বছরে ৮৮ লাখ মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছে। এখানে বহু মানুষ লাইক এবং কমেন্টও দিয়েছেন তাঁদের এতো ভালো লেগেছে।

আরও পড়ুন -  Namrata Malla: নায়িকার চেহারা দেখে ঘায়েল ভক্তরা, ভোজপুরি অভিনেত্রী