Bade Ghar Ki Beti: ‘বাড়ে ঘর কি বেটি’, ভোজপুরি ইন্ড্রাস্ট্রিতে আসছে, রয়েছে দুই জনপ্রিয় অভিনেত্রী

Published By: Khabar India Online | Published On:

Bade Ghar Ki Beti: ‘বাড়ে ঘর কি বেটি’, ভোজপুরি ইন্ড্রাস্ট্রিতে আসছে, রয়েছে দুই জনপ্রিয় অভিনেত্রী।

প্রায় চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি,বলিউডের সাথে সাথে। আগের তুলনায় দারুন উন্নতি করেছে ভোজপুরি ছবির। নানান ভোজপুরি সিনেমার গানের ভিডিও অথবা ডায়লগ সুপারহিট হয় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

আরও পড়ুন -  Web Series: ঘনিষ্ঠ দৃশ্যের বিনোদন, গোপনে উপভোগ করার জন্য এই ওয়েব সিরিজ

যেমন ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় নানান ভোজপুরি সিনেমা। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বহু অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম উড়িয়ে দিয়েছে নেটিভক্তদের।

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত পরিচিত অভিনেত্রী ইয়ামিনী সিং, তাঁর সৌন্দর্যের সাথে চমৎকার অভিনয়ের জন্য বেশ পরিচিত। এবার নতুন একটি ভোজপুরি সিনেমায় দেখা যাবে ইয়ামিনীর সঙ্গে অঞ্জনা সিং কে।

আরও পড়ুন -  Kim Jong Un: নির্দেশ দিলেন কিম জং উন, পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নেয়ার

সিনেমার নাম, ‘বাড়ে ঘর কি বেটি’। নীলম তিওয়ারি ফিল্ম (ওপিসি) প্রাইভেট লিমিটেড দ্বারা উপস্থাপিত B4u মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত এই সিনেমা। এখানে আছে সম্পূর্ণ নতুন ধরনের সামাজিক গল্প।

ছবির প্রযোজক হলেন সন্দীপ সিং, অঞ্জনি তিওয়ারি, নীলাভ তিওয়ারি ও পরিচালক সঞ্জীব বোহারপি।
ছবির পরিচালক বলেছেন, ‘আমি ছোটবেলায় মুন্সি প্রেমচাঁদের গল্প বাদে ঘর কি বেটি পড়েছিলাম, তারপর এই শিরোনাম নিয়ে হিন্দি সিনেমায় একটি ছবিও তৈরি হয়েছিল। কিন্তু আমাদের ছবিটি এই দুটি থেকে একেবারেই আলাদা ও নতুন গল্প নিয়ে দর্শকদের সামনে নিজেদের উপস্থাপন করব।‘

আরও পড়ুন -  ১০ এপ্রিলের মধ্যে KYC আপডেট না করলে বন্ধ হতে পারে PNB অ্যাকাউন্ট!