আয়ুষ্মান কার্ড নিয়ে বড় আপডেট, এই সমস্ত শর্ত মানতে হবে

Published By: Khabar India Online | Published On:

আয়ুষ্মান কার্ড নিয়ে বড় আপডেট, এই সমস্ত শর্ত মানতে হবে।

২ মার্চ থেকে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের সমস্ত দোকানে আয়ুষ্মান কার্ড তৈরি করা শুরু হয়েছে। আয়ুষ্মান ভারত প্রধান মন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা।

একদিনে রাজ্যে সর্বাধিক ১০ লক্ষেরও বেশি কার্ড তৈরি হয়েছিল। এরপর থেকে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করেছেন ১ কোটি ১ লাখ ৩৬ হাজার ১৩ জন। তার মধ্যে ৮২ লাখ ৮৯ হাজার ৪০২ জনের কার্ড অনুমোদন হয়েছে। ১৮ লাখ ৪১ হাজার ৭৬১টি বিচারাধীন ও বাতিল হয়েছে ৪ হাজার ৯৬৯টি আবেদন।
সিওয়ান জেলাটি আছে প্রথম স্থানে। পাটনা দ্বিতীয়।

আরও পড়ুন -  আটটি পা নিয়ে জন্ম হয়েছে ছাগলের, আশ্চর্যকর ঘটনা ! ঘটনাটি বনগাঁয়

স্বাস্থ্য দফতরের নথি অনুসারে, এই পর্যন্ত আয়ুষ্মান কার্ডের আবেদনের ক্ষেত্রে সিওয়ান প্রথম স্থানে, পাটনা দ্বিতীয় স্থানে ও মুজাফফরপুর তৃতীয় স্থানে আছে।

এই সব মানুষদের জন্য আয়ুষ্মান কার্ডঃ

আরও পড়ুন -  সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ Prime Play-তে রিলিজ করলো, রাতের ঘুম উড়বে

বলে রাখি, এখন প্রধানমন্ত্রীর চিঠির পাশাপাশি যাদের রেশন কার্ড আছে তাদের জন্যও আয়ুষ্মান কার্ড তৈরি করতে হবে। এর অধীনে, সুবিধাভোগী পরিবার প্রতি বছর যে কোনো তালিকাভুক্ত সরকারি অথবা বেসরকারি হাসপাতালে বিনামূল্যে ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা পাবেন।

আরও পড়ুন -  Pervez Musharraf: পারভেজ মুশারফ, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রয়াত