Gold Price Today: সোনার দামে স্বস্তি, আজকে কত দরদাম কলকাতায়

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: সোনার দামে স্বস্তি, আজকে কত দরদাম কলকাতায়।

সাতপাকে বাঁধা পড়ছে যুবক-যুবতিরা ফাল্গুন মাস শুরু হতেই। কলকাতা থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে শাঁখ উলু সাথে বাজছে সানাই। আবার কারো বাড়িতে চলছে তোড়জোড়। শাড়ির দোকানে ভিড় করছে ক্রেতারা। ঠিক তেমনই গয়নার দোকানেও প্রতিদিনই আসছেন ক্রেতা।

কেউ নবদম্পতিকে উপহার দেওয়ার জন্য গয়না কিনছেন। আবার কেউ নিজের ছেলে অথবা মেয়ের জন্যই গয়না কিনছেন।

আরও পড়ুন -  Egg-Chicken: ডিম–চিকেন,মূল্যবৃদ্ধি ঠেকাতে নির্দেশিকা জারি কেন্দ্রের

সম্প্রতি এই হলুদ ধাতুর মূল্যবৃদ্ধির জন্য চিন্তায় পড়েছেন মধ্যবিত্তরা।

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল সোমবার কলকাতায় সোনার বাজারদর ছিল স্থিতিশীল। আজকে সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল নিম্নমুখী।
এদিন সামান্য হ্রাস পেয়েছে রূপোর দাম। এবার দেখুন আজকে কলকাতায় সোনার দরদাম কেমন।

আজকে কলকাতায় সোনার দাম (১২.০৩.২০২৪-মঙ্গলবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৬,২৬০ টাকা।

আরও পড়ুন -  Hariyanvi Dance: হরিয়ানভি নৃত্যশিল্পী আরসি উপাধ্যায় তার অনন্য নাচের স্টাইল দিয়ে হরিয়ানভি ইন্ডাস্ট্রিতে বিশেষ সাড়া ফেলেছেন

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬০,৭৪০ টাকা।

গতকাল কলকাতায় ছিল সোনার দাম (১১.০৩.২০২৪-সোমবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৬,২৭০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬০,৭৫০ টাকা।

আজ মূল্যহ্রাস।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

আরও পড়ুন -  ‘ইলিশ ও চিংড়ি উৎসব’ এ অসহায় পথশিশুদের পেট ভরে খাওয়ালেন অভিনেতা সোহম

আজকে কলকাতায় রূপোর দাম (১২.০৩.২০২৪-মঙ্গলবার)
৭৫,৫০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (১১.০৩.২০২৪-সোমবার)
৭৫,৬০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যহ্রাস
১০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ব বাজারে সামান্য ঊর্দ্ধমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২১৭৮.৭০ মার্কিন ডলার। আজকে অল্প বেড়ে হয়েছে ২১৮১.৩০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে সেইভাবে দেখা যায়নি।