Video: চুটিয়ে রোম্যান্স করলেন খেসারি লাল যাদব এই ভাবে নম্রতা মাল্লার সাথে, একা দেখুন

Published By: Khabar India Online | Published On:

অন্যতম ভোজপুরী অভিনেতা খেসারি লাল। শুধুমাত্র তিনি ভোজপুরী দর্শকরাই তাঁকে ভালোবাসেন তা কিন্তু নয়। এর কারণ ইউটিউবে দেওয়ার পর তা পৌঁছে যায় বিশ্বের নানান প্রান্তে।

বোঝা যাচ্ছে, শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ এবং ছত্রিশগড় নয়। সারা দেশের সাথে বিদেশে ছড়িয়ে আছে তাঁর ভক্তরা। ভোজপুরী সিনেমার দুনিয়ায় সুপারস্টার খেসারি লাল যাদব এর সিনেমা বা ভিডিও ইউটিউবে আসার পরেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়।

আরও পড়ুন -  Dance Video: কাজল রাঘওয়ানি রোমান্টিক হলেন খেসারি লাল যাদবের সঙ্গে, একলা দেখলে আনন্দ পাবেন

সেই ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় এক মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র নতুন গান এর ভিডিও না। একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে দারুন জনপ্রিয় হয়। ভোজপুরী সিনেমা দুনিয়ায় তিনি থাকলেই যে কোন গান সুপার-ডুপার হিট।

এই রকম তারকা ভোজপুরী সিনেমা দুনিয়ায় খুব একটা দেখতে পাওয়া যায় না। তাঁর প্রত্যেকটি গান ইউটিউবে দারুন ভাবে সুপার-ডুপার হিট।

আরও পড়ুন -  Krishnakoli: কি উপহার নেবেন শ্যামা ? জন্মদিনে স্বামীর থেকে

দীনেশ লাল যাদব ও পবন সিং এর মতন অভিনেতাদের সাথে তিনি রীতি মতন পাল্লা দিয়ে আজকের দিনে জনপ্রিয় জায়গায় পৌঁছে গেছেন।

তাঁর অসাধারণ নাচ সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই ভাইরাল হয়। সম্প্রতি একটি গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষের কাছে চলে গেছে।

আরও পড়ুন -  Bhojpuri Song: শুভী শর্মার সাথে চুড়ান্ত ঘনিষ্ঠ নীরাহুয়া ফুলশয্যার খাটে, ভিডিওর কিছু ঝলক রইল

সম্প্রতি খেসারি লাল যাদব এর অসাধারণ একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখতে পাওয়া গেছে,কালো রংয়ের একটি টি-শার্ট পরে দুর্দান্ত কায়দায় নাচ পরিবেশন করছেন এই প্রিয় অভিনেতা।এখানে তিনি অভিনয় করেছেন নম্রতা মাল্লার সাথে। এই গানের নাম কামার কি কামাই। তিনিও কমলা রঙের পোশাকে রয়েছেন এই গানে।