Gold Price Today-নীচে নামলো সোনার দাম, দারুন সুখবর

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today-নীচে নামলো সোনার দাম, দারুন সুখবর।

ভারতবর্ষে সেই প্রাচীনকালের সংস্কৃতি এখনো রয়ে গেছে দারুন ভাবে। সেই জন্য ভারতে সোনার চাহিদা অন্যান্য পাশ্চাত্য দেশের থেকে খুব বেশি। তাছাড়া সোনার ব্যবহার হয় উপহার দেওয়ার ক্ষেত্রেও।
বিয়েবাড়ি থেকে শুরু করে জন্মদিন, অন্নপ্রাশন এবং বার্ষিকী উদযাপন সহ নানা ছোটখাটো অনুষ্ঠানেও সোনার গয়না উপহার দেওয়ার রীতি আছে।

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল সোমবার কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্দ্ধমুখী। আজকে সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল নিম্নমুখী।
এদিন সামান্য হ্রাস পেয়েছে রূপোর দামও। এবার দেখুন আজকে কলকাতায় সোনার দাম।

আরও পড়ুন -  World Chess Day: বিশ্ব দাবা দিবস

আজকে কলকাতায় সোনার দাম (০৫.০৩.২০২৪-মঙ্গলবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৪,০৮০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৮,৭৪০ টাকা।

আরও পড়ুন -  Test: আগের দিন হয় সেটা, পরের দিন হয় না: লিটন

গতকাল কলকাতায় ছিল সোনার দাম (০৪.০৩.২০২৪-সোমবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৪,০৯০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৮,৭৫০ টাকা।

আজ মূল্যহ্রাস।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (০৫.০৩.২০২৪-মঙ্গলবার)
৭৩,৫০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  Gas Cylinder Price: আগস্টের শুরুতে গ্যাস সিলিন্ডারের দাম কমেছে, সাধারণ মানুষের মধ্যে আনন্দ

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (০৪.০৩.২০২৪-সোমবার)
৭৩,৬০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যহ্রাস
১০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ব বাজারে সামান্য ঊর্দ্ধমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২০৮৩.১০ মার্কিন ডলার। আজকে অল্প বেড়ে হয়েছে ২১১৩.৮০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে সেই ভাবে দেখা যায়নি।