এখন যে ভাবে মানুষ অর্থ উপার্জন করছেন, ঠিক আবার তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রেখেছেন। নানান জায়গায় নানান ধরনের বিনিয়োগের স্কিম আছে। আবার কিছু জায়গায় ভালো পরিমাণ টাকা ফেরতও পাওয়া যায়।
বিনিয়োগের জন্য ভালো জায়গা হচ্ছে ভারতীয় পোস্ট অফিস। এমন একটি প্রকল্পে বিনিয়োগ করতে চান, যা নিশ্চিত রিটার্ন দেয়। পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে বিনিয়োগের কোন সীমা নেই।
একাধিক অ্যাকাউন্টও খুলতে পারবেন। ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এর ধারা 80-C অনুসারে আপনি কর ছাড় পেয়ে যাবেন।
এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট হচ্ছে সরকার পরিচালিত স্কিম। এই স্কিমে ৫ বছর পর্যন্ত বিনিয়োগ করা যায়। এটি একটি উচ্চ সুদের পরিকল্পনা। এই সেভিংস স্কিমে টাকা হারানোর কোনো ঝুঁকি নেই। মেয়াদপূর্তিতে জমাকৃত অর্থ ও মোট সুদ যোগ করে টাকা ফেরত পাওয়া যায়।
এখানে বাজারের ঝুঁকির সম্মুখীন হবেন না। এই স্কিমে ৫ লক্ষ টাকা জমা রাখেন, ৫ বছর পর মেয়াদপূর্তিতে ৭ লক্ষ টাকা পাবেন৷ কেন্দ্রীয় সরকার পোস্ট অফিসের ন্যাশনাল সেভিং সার্টিফিকেটের সুদ বাড়িয়েছে। সরকার চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকের জন্য প্রদত্ত সুদ ৭০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে।
বৃদ্ধির পরে, এখন আমানতকারীদের এই প্রান্তিকে ৭.৭ শতাংশ সুদের সুবিধা দেওয়া হচ্ছে। অপরদিকে ট্যাক্স সেভিং এফডিতে ৭ শতাংশ সুদ অফার করা হয়। সেই কারণে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে বিনিয়োগ করা বেশি লাভজনক।
পোস্ট অফিসের এই স্কিমে চক্রবৃদ্ধি সুদের সুবিধা দেওয়া হয়। অ্যাকাউন্টের মেয়াদপূর্তির সময় উচ্চ সুদের হারের সুবিধা পাবেন। এছাড়া পোস্ট অফিসের এই স্কিমে সর্বোচ্চ যত খুশি বিনিয়োগ করতে পারবেন।ব্যাঙ্কের ট্যাক্স সেভিং এফডিতে মাত্র ১.৫ লাখ টাকা পর্যন্ত জমা করা যাবে।