Gori Rani: নাচলেন গোরি রানী সেক্সি স্টাইলে, এই ভিডিও দেখে শিস দিলেন তাঁর প্রিয় দর্শকরা

Published By: Khabar India Online | Published On:

এখনকার সময়ে সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক ভাইরাল হচ্ছে, সেটি হল ভারতীয় যুবতীদের উত্তপ্ত ডান্সের ভিডিওগুলি। যেমন হরিয়ানভি নৃত্যশিল্পীদের খুব চরম সাহসিকতা। এইগুলো আবার বেশি পছন্দ করছেন নেটিজেনরা।

যেখানে এক দশক আগে বিনোদন মানেই ছিল বলিউডের রাজত্ব। এখন সেখানে হরিয়ানভি নৃত্যশিল্পীরা খুলে দিয়েছেন বিনোদনের নতুন দিগন্ত। বেশিরভাগ মানুষ কয়েক মিনিটের মধ্যেই ভরপুর বিনোদন পেতে চাইছেন। সেই কারণে হরিয়ানার যুবতীদের সাহসী পারফরম্যান্সের ভিডিওগুলি বেশি দেখছেন।

আরও পড়ুন -  Indian Railway: বন্দে ভারত এক্সপ্রেস বনগাঁ থেকে দীঘায় ছুটবে, ভারতীয় রেলের সিদ্ধান্ত

হরিয়ানাভি নৃত্য শিল্পীদের কথা বলি, তাঁদের নিজেদের চরম সাহসিকতাকে কাজে লাগিয়ে এখনকার সময়ে ভাইরাল হচ্ছেন স্বপ্ন চৌধুরী, সুনিতা বেবী এবং রচনা তিওয়ারির মত একাধিক যুবতীরা। হরিয়ানভি ডান্সের ক্ষেত্রে স্বপ্না চৌধুরীকে পাল্লা দিতে পারে এমন ডান্সার বিরল। বিগত কয়েক দিনে নিজের চরম সাহসিকতাকে কাজে লাগিয়ে সংবাদ শিরোনামে বহুবার আলোচিত হয়েছেন সেক্সি হরিয়ানাভি নৃত্য শিল্পী এই গোরি রানী।

আরও পড়ুন -  World's Oldest Lion: পৃথিবীর অন্যতম বয়স্ক সিংহ, মারা গেল বর্শার আঘাতে!

গোরি রানী হরিয়ানভি মঞ্চে সাহসী নাচের মাধ্যমে নিজের অস্তিত্ব তৈরি করে নিয়েছেন। গোরি নাগরীর পরিচয় আলাদাভাবে বলতে হয় না। এই হরিয়ানভি নৃত্যশিল্পী ও গায়িকা গোরি রানী তাঁর দুর্দান্ত চাল দিয়ে সবাইকে নিজের দিকে আকৃষ্ট করতে বাধ্য করেন।

আরও পড়ুন -  Sunita Baby: উড়িয়ে দিয়েছে রাতের ঘুম সুনিতা বেবীর এই নাচ, দরজা বন্ধ করে উপভোগ করতে হবে

তাঁর বহু ভিডিও ইতিমধ্যে মানুষের মনে আলোড়ন তৈরি করেছে। উল্লেখ্য, তাঁর সেক্সি ডান্স স্টেপের সাথে মায়াবী রূপ, দর্শকের ঘায়েল করতে ব্যবহার করেন। বর্তমানে এই হরিয়ানভি নৃত্যশিল্পীর যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সেখানে হালকা সুদৃশ্য টাইট পোশাকে পারফরম্যান্স করতে দেখা যাচ্ছে।