Bhojpuri: ‘ম্যায় তেরে ইশক মে’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে, দেখলেই ঘাম দেবে

Published By: Khabar India Online | Published On:

এখন সোশ্যাল মিডিয়া ভক্তদের বিনোদনের নতুন মাধ্যম হয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। এক দশক আগে বিনোদন মানেই ছিল বলিউডের রাজত্ব। এখন সেখানে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এমন সব সুপারহিট সিনেমা রিলিজ হচ্ছে, যেটা মানুষকে ভরপুর বিনোদন দিয়ে ভরিয়ে দিচ্ছে।

যেমন বিশেষ করে নিরহুয়া, পবন সিং বা খেসারি লাল যাদবের মতো অভিনেতারা পরপর সুপার হিট সিনেমা উপহার দিচ্ছেন তাঁদের ভক্তদের।

আরও পড়ুন -  নেশাগ্রস্ত হবেন এই ওয়েব সিরিজটি দেখলে, সঙ্গীর সাথে দেখে মজা পাবেন Web Series

কয়েক মাস ধরে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে বিশেষ একটি সিনেমার ট্রেলার সম্প্রতি রিলিজ হয়েছে ইউটিউবে। জানিয়ে রাখি, বহু প্রতীক্ষিত এই সিনেমাটি তৈরি করা হয়েছে রোমান্স, থ্রিলার ও অ্যাকশন ভঙ্গিমায়। এই সিনেমাটিতে প্রিন্স সিং রাজপুত ও পায়স পণ্ডিতের সাথে দারুন রসায়ন দেখতে পাবেন ভক্তরা।

উল্লেখ্য, প্রিন্স সিং রাজপুত ও পায়স পণ্ডিতের মধ্যে প্রেমে পূর্ণ ভোজপুরি ছবি ‘ম্যায় তেরে ইশক মে’-এর ট্রেলার আজ ENTERR10 RANGEELA-এর YouTube চ্যানেলে প্রকাশিত করেছে।

আরও পড়ুন -  মুখ্যমন্ত্রীর মালদা সফরের মধ্যেই বিস্ফোরক রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

এই সিনেমাটি ট্রেলার উপভোগ করার পর ভক্তরা মনে করছেন, এই সিনেমাটি সুপারহিট হবেই। আবার অনেকেই কমেন্ট বক্সে সিনেমাটি ব্লকবাস্টার হবে বলেও কমেন্ট দিয়েছেন।

অনেকেই দাবি করছেন, প্রিন্স সিং রাজপুত এর সাথে পায়স পণ্ডিতের এই অসাধারণ রসায়ন সিনেমাটিকে উচ্চতায় পৌঁছে নিয়ে যাবে।

আরও পড়ুন -  কেউ যাবেন রায়গঞ্জ, কেউ যাবেন শিলিগুড়ি, লকডাউনের জেরে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে

সিনেমাটির পরিচালক ও পরিচালনা কমিটির সদস্যদের কথা বলি, তবে অজিত মন্ডলের লেখা গানগুলো সুর করেছেন সুদীপ সেজন। ছবিটির চিত্রগ্রাহক রবি চন্দন ও অ্যাকশন ডিরেক্টর প্রদীপ খড়কা।

এই ছবির কোরিওগ্রাফার প্রসূন যাদব ও অশোক মাইতি। বাহুবলির সুপার হিট অভিনেতা প্রিন্স সিং রাজপুত ও সুন্দরী অভিনেত্রী পায়স পণ্ডিত প্রধান চরিত্রে রয়েছেন।