Web Series: আসতে চলেছে ওটিটির সাহসী সিরিজ, সব কিছু সামলে দেখবেন

Published By: Khabar India Online | Published On:

Web Series টি ১৮+উদ্ধের জন্য। বেড়েই চলেছে ওয়েব সিরিজের (Web Series) জনপ্রিয়তার সাথে আবার সেইগুলি দেখার। এখনকার সময়ে মানুষের সব থেকে প্রিয় বিনোদনের তালিকায় রয়েছে সিনেমার স্থান। আবার এদিকে ওয়েব সিরিজও পিছিয়ে নেই।

কিন্তু সিনেমা দেখার মজা প্রেক্ষাগৃহে গিয়ে। ইচ্ছা হলে উপায় নেই এখনকার দিনে। সেটা হচ্ছে সময়। তাই এখন বহু পরিচালকই OTT প্ল্যাটফর্মে (OTT Platform) সিনেমা রিলিজ করছেন।

আরও পড়ুন -  ঘরের দরজা বন্ধ করেই দেখুন, জনপ্রিয় ওয়েব সিরিজ যা তৈরি করছে নতুন ঝড়

বেশিরভাগ সিনেমাই বড়পর্দায় প্রথমে মুক্তি পেলেও একটা সময় পর OTT প্ল্যাটফর্মে চলে আসে। একটা বড় সংখ্যায় দর্শকদের জন্য সেটা দেখা সহজ হয়।

কিন্তু OTT প্ল্যাটফর্ম বলতেই সর্ব প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে ওয়েব সিরিজ। নানান ডিজিটাল প্ল্যাটফর্মে হরেক কিসিমের ওয়েব সিরিজ উপলব্ধ আছে। যেমন হরর, রোম্যান্টিক এবং থ্রিলার সহ অ্যাডাল্ট কনটেন্টে ভরপুর সিরিজের চাহিদাও আকাশ চুম্বী।

আরও পড়ুন -  Web Series: অন্ধ যুবকের সাথে শরীরের খিদে মেটালেন এই যুবতী, একদম একলা দেখবেন

OTT প্ল্যাটফর্মে সেন্সরের কড়াকড়ি নেই। এখানে সিরিজের গল্পগুলোও বাঁধনছাড়া। আবার কিছু কিছু ওয়েব সিরিজ ইতিমধ্যেই বোল্ড সিরিজের তালিকায় জায়গা করেছে দারুন ভাবে। আজকে প্রতিবেদনে সেই রকমের এক ১৮+ ওয়েব সিরিজের কথা বলছি।

সিরিজটির নাম হচ্ছে ‘সাইকো লাভার’। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজটির প্রথম ট্রেলার। অতরঙ্গি OTT প্ল্যাটফর্মে মুক্তি পেলো। সাইকো লাভার সিরিজটির ট্রেলার। সম্প্রতি লঞ্চ হওয়া ট্রেলারটিতে প্রায় ২ হাজার হতে চলেছে ভিউ। আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে সিরিজটি।

আরও পড়ুন -  Jalebi Bai: বোল্ডনেসের সীমা ছাড়িয়ে গিয়েছে অভিনেত্রী উল্লুর এই সিরিজে, ‘জালেবি বাই’ আবারো ভাইরাল নেটদুনিয়ায়

অতরঙ্গি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করে নিলে এই ওয়েব সিরিজের দরজা খুলে যাবে। যেহেতু সবে মাত্র সিরিজের ট্রেলারে মুক্তি পেয়েছে। এখনো সিরিজটি মুক্তি পেতে সামান্য কিছু দেরি আছে।