আজকে ভারতের একাধিক শহরে পেট্রোল ও ডিজেলের দাম

Published By: Khabar India Online | Published On:

আজকে ভারতের একাধিক শহরে পেট্রোল ও ডিজেলের দাম।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের বড় উল্লম্ফন হয়েছে আজকে। মঙ্গলবার সকালে খুচরা বাজারে প্রকাশিত পেট্রোল ও ডিজেলের দামেও এর প্রভাব দেখা যাচ্ছে। সরকারি তেল কোম্পানিগুলো আজকে অনেক শহরে তেলের দাম পরিবর্তন করেছে।

সরকারি তেল সংস্থাগুলির মতে, আজকে গৌতম বুদ্ধ নগরে পেট্রোল ৭ পয়সা কমে ৯৬.৫৮ টাকা প্রতি লিটার। আর ডিজেলও ৭ পয়সা কমেছে। প্রতি লিটার ৮৯.৭৮ টাকায় বিক্রি হচ্ছে। লখনউতে, পেট্রোলের দাম লিটার প্রতি ১২ পয়সা বেড়ে ৯৬.৫৯ টাকা। আর ডিজেলের দাম ১২ পয়সা বেড়ে হয়েছে ৮৯.৭৮ টাকা।
হরিয়ানার ফরিদাবাদে পেট্রোলের দাম ২৪ পয়সা বেড়েছে। প্রতি লিটার ৯৭.৪৯ টাকায় গিয়েছে। যেখানে ডিজেল ২৪ পয়সা বৃদ্ধির জন্য প্রতি লিটার ৯০.৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন -  Bhojpuri Song: খেসারি লাল যাদবের ভাইরাল ভিডিও, ভোজপুরি গানের চমক

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিঃ

আজকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম তীব্রভাবে বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮৩.৫৬ ডলার বেড়েছে। WTI-এর হারও আজকে বেড়েছে সাথে ব্যারেল প্রতি ৭৯.৩১ ডলারে পৌঁছেছে।
চারটি মেট্রো শহরে পেট্রোল ও ডিজেলের দাম দেখুনঃ

আরও পড়ুন -  Petrol Price: পেট্রোল-ডিজেলের দাম কলকাতায় কতো হলো? জানুন

দিল্লি পেট্রোল ৯৬.৭২ টাকা। ডিজেল প্রতি লিটার ৮৯.৬২ টাকা।

মুম্বাই পেট্রোল ১০৬.৩১ টাকা। ডিজেল ৯৪.২৭ টাকা প্রতি লিটার।

চেন্নাই পেট্রোল ১০২.৬৩ টাকা। ডিজেল ৯৪.২৫ টাকা প্রতি লিটার।

আরও পড়ুন -  জাতীয় ইস্পাত নীতি

আর কলকাতায় পেট্রোল ১০৬.৩ টাকা। ডিজেল ৯২.৭৬ টাকা প্রতি লিটার।