Mimi Chakraborty: নতুন ফটোশুটে তাক লাগালেন মিমি

Published By: Khabar India Online | Published On:

জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) টলিউডের। এই ইন্ডাস্ট্রির বর্তমান নায়িকাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি ফলোয়ার রয়েছে। টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে তিনি অন্যতম। এখন আগের থেকে ছবির সংখ্যা অনেকটাই কমে গিয়েছে তাঁর। আবার বেছে বেছে সিনেমায় অভিনয় করছেন।

সোশ্যাল মিডিয়ায় অবশ্য মিমির সক্রিয়তা আগের মতোই আছে। ছবি এবং ভিডিওতে ভরা তাঁর ইনস্টাগ্রাম। প্রায়ই ফটোশুট করতে দেখা যায় মিমিকে। আবার সেই সব ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। এতে সংযোগ বাড়ে অনুরাগীদের সাথে।

আরও পড়ুন -  Mahiya Mahi: মাহিয়া মাহি অক্টোবরে আসছেন

ব্যক্তিগত জীবনে পোষ্যদের সাথে খুনসুটির মুহূর্তগুলো তুলে ধরার সাথে পেশাভিত্তিক জীবনেরও টুকরো ছবি শেয়ার করেন মিমি।

সম্প্রতি কিছু নতুন ফটোশুটের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সাংসদ। সম্পূর্ণ কালো লেদারের আঁটোসাঁটো পোশাকে ধরা দিয়েছেন তিনি। খোলা চুল ছড়িয়ে পড়েছে কাঁধের উপরে। হাতের নখে কালো নেলপলিশ, ঠোঁটে রয়েছে গাঢ় লাল লিপস্টিক। কয়েক ঘন্টাতেই লাইকের সংখ্যা ২০ হাজারের ঘরে চলে যাবে। একজন লিখেছেন, মিমি স্বর্গের রানী। আবার কেউ কেউ তাঁকে হলিউড নায়িকার তকমা দিয়েছেন। মিমির ছবিগুলি থেকে চোখ সরাতে পারছেন না নেটনাগরিকরা।

আরও পড়ুন -  Indian Cricketer: ‘ভিলেন’ হয়েই ক্যারিয়ারের সমাপ্তি ঘটলো ভারতীয় এই ক্রিকেটারের, পরকীয়া করে বদনাম বন্ধুর স্ত্রীর সাথে

প্রসঙ্গত, মিমি নিজের জীবনে অনেক চড়াই উৎরাইয়ের সম্মুখীন হয়েছেন। খ্যাতির শীর্ষ থেকে সাইডলাইন হয়েছেন। আবার শীর্ষে উঠেছেন। কোনো রকম রাখঢাক না করেই অভিনেত্রী বলেন, তাঁর এই ইন্ডাস্ট্রিতে ব্যাকআপ দেওয়ার মতো কেউ ছিল না। না কোনো গডফাদার, না স্বামী না প্রেমিক, যে বলবে যে তাঁর কাছে চারটি ছবি রয়েছে। বসে বসে কাজ দেওয়ার মতো কেউ নেই। তিনি নিজের জোরে এই জায়গায় এসেছেন। মিমি আরো বলেন, চিত্রনাট্য যদি ভালো হয় তিনি টাকার সাথে আপোষ করতে পারেন। তাঁকে নিশ্চিত করতে হবে যে ছবিটা হিট করবে। নয়তো টাকাটা ভালো দিতে হবে। কারণ নিজের বিল তাঁকে নিজেকেই দিতে হবে।