Madhumita Sarcar: এতো ছোট্ট পোশাক ঢাকা পড়ছে না, মধুমিতার হটনেসে বিষম খাওয়ার জোগাড় নেটদুনিয়া

Published By: Khabar India Online | Published On:

বং ক্রাশের তকমা বদলাতেই থাকে। কিন্তু এই তালিকায় প্রথম দিকেই যাঁর নাম থাকবে তিনি খোদ অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তরুণ প্রজন্মের আইকন মানা হচ্ছে তাঁকে। ছোটপর্দায় জনপ্রিয়তা নিয়ে বড়পর্দায় পা রাখার পর সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় তুলেছেন।

‘বোঝেনা সে বোঝেনা’র সেই নরমসরম মিষ্টি পাখিকে খুঁজতে গেলে অনেকে এখন ভুল করবেন। আগের থেকে মধুমিতার পরিবর্তন সুস্পষ্ট। অভিনয় দক্ষতাও ধারালো হওয়ার সাথে সাথে নিজেও অনেক বেশি পরিণত হয়েছেন।

আরও পড়ুন -  সাত পাকে বাঁধা পড়লেন অনিল কাপুরের কন্যা রিয়া, রাজকীয় বিয়ে

ছোটপর্দায় বহুদিন দেখা যায় না মধুমিতাকে। এখন তিনি বড়পর্দা ও ওয়েব সিরিজ নিয়েই ব্যস্ত রয়েছেন। আবার সোশ্যাল মিডিয়াতেও নিয়ম করে অনুরাগীদের জন্য পোস্ট করছেন।

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় মধুমিতা। বিশেষ করে ইনস্টাগ্রামে তাঁর আলাদাই জনপ্রিয়তা রয়েছে। ২.৩ মিলিয়ন ফলোয়ার আছে, ইনস্টাগ্রাম প্রোফাইলে। অল্প বয়সে অভিনয়ে পা রাখেন মধুমিতা। তারপর আসতে আসতে সাফল্যের সিঁড়িতে চড়েছেন।

আরও পড়ুন -  Malaika Arora: অর্জুন প্রেমিকা নিখুঁত ফিগার দেখালেন আঁটসাঁট গাউনে, ছবি ভাইরাল হতেই চোখ ধাঁধিয়ে গেল নেট দর্শকদের

সঞ্চয় করেছেন অনেক অভিজ্ঞতা। নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো ছবি এবং ভিডিও শেয়ার করেন।

ইনস্টাগ্রামে অনেক ছবি শেয়ার করেছেন মধুমিতা। হালকা খয়েরি রঙা ডিপ নেক লেদার টপের সাথে লেদার হট প্যান্ট পরেছেন। পোশাকের ফাঁকে স্পষ্ট ঊরুর ট্যাটু। হাজারো রূপ মধুমিতার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সানগ্লাস পরে নাকি সানগ্লাস ছাড়া?’ কয়েক ঘন্টায় লাইকের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে প্রায় ৪০ হাজার।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দাম হেরফের হলো কলকাতায়, বাড়লো নাকি কমলো দাম

আগামীতে ‘কে প্রথম কাছে এসেছি’ ছবিতে দেখা যাবে মধুমিতাকে। শিলাদিত্য মৌলিক পরিচালিত ছবিটিতে তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। আবার একটি হিন্দি ছবি ও দক্ষিণী ছবিতেও অভিনয় করার কথা আছে। সম্প্রতি শোনা গিয়েছে, হিন্দি ছবিটির শুটিং নাকি কিছুদিন পিছিয়ে গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)