বিয়ের মরসুম চলছে সারা বাংলা জুড়ে। এখন সেই কারণে সোনার চাহিদা বেশি থাকে। আবার রোজ উঠানামা করে দাম। কয়েকদিন ধরে সোনার দাম বেড়ে চলছিল। কিন্তু সপ্তাহের প্রথমে আজ সোমবার ভারতে সোনার দামে পতনের দেখা মিলেছে। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৫৮,২৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৬৩,৫৩০ টাকা।
গতকালের তুলনায় আজ সোনার দামে কোনো পরিবর্তন হয়নি। আজ ভারতে এক কেজি রুপোর দাম ৭৫,৫০০ টাকা। গতকালের তুলনায় আজ রুপোর দামে হেরফের নেই।
আমরা জানি সোনার দাম নির্ভর করে নানান কারণের উপর। যেমন হচ্ছে আন্তর্জাতিক বাজার, মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্য, চাহিদা ও সরবরাহ ইত্যাদি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্থিতিশীল রয়েছে। সেই জন্য দেশীয় বাজারে পরিবর্তন দেখা যাচ্ছে না।
উল্লেখ্য, ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি। ২২ ক্যারেট সোনা প্রায় ৯১ শতাংশ খাঁটি। ২২ ক্যারেট সোনায় ৯% অন্যান্য ধাতু থাকে যেমন-তামা, রূপা ও দস্তা মিশিয়ে গহনা তৈরি হয়। কিন্তু ২৪ ক্যারেট সোনা বিলাসবহুল। গহনা হিসাবে তৈরি হয় না।
বিশেষজ্ঞরা মনে করছেন, কিছুদিনের মধ্যেই সোনার দাম ব্যাপক বৃদ্ধি পাবে। চলতি বছরের মধ্যেই সোনার দাম ৬৪ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। যদি সোনা কিনতে চান, এখন থেকেই কিনে রাখলে কিছুটা লাভবান হবেন।
প্রতীকী ছবি।