Poco’র 5G ফোন কিনুন ১০ হাজারের কম দামে, অফার দিচ্ছে Flipkart

Published By: Khabar India Online | Published On:

এখন স্মার্টফোন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি রোজ নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করছে। কিন্তু বাজেট রেঞ্জে ভালো প্রোডাক্ট এর কথা বলতে গেলে জনপ্রিয় কোম্পানি Poco।

তাদের ফোনগুলো মন জয় করছে গ্রাহকদের। সম্প্রতি এই কোম্পানির বাজেট রেঞ্জের স্মার্টফোন এসেছে, টেক্কা দেবে বহু প্রিমিয়াম ফোনকেও। Flipkart-এ Poco M4 5G স্মার্টফোন কম দামে পাওয়া যাচ্ছে। ১২৮ জিবি স্টোরেজ সহ ৬ জিবি RAM ও ফোনটিতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও স্টাইলিশ ডিজাইন।

আরও পড়ুন -  Weather Forecast: গরম থেকে স্বস্তি মিলবে! জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে

আরও জানতে প্রতিবেদনটি পড়ুন।

Poco M4 5G-তে ৬.৫৮ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে সহ ৫০০০mAh এর শক্তিশালী ব্যাটারি আছে। ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের পিছনের প্যানেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরাও আছে। সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে।

আরও পড়ুন -  Pani Pani: এক যুবতী, ‘পানি পানি’তে নিজের বাড়ির ছাদে তুমুল নাচলেন, ভিডিও ভাইরাল

এই ফোনটি MediaTek Dimensity 700 প্রসেসরে চলে।জিয়ো ও এয়ারটেল 5G পরিষেবা চালু করেছে। কিন্তু ব্যবহারকারীদের 5G সমর্থিত স্মার্টফোন থাকতে হবে। Poco M4 5G ভাল বিকল্প এর কারণ 5G সমর্থন করে।
Poco M4 5G-র ৬ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের বাজার দাম ১৪,৯৯৯ টাকা। Flipkart-এ এটিতে বিশেষ ছাড় দিচ্ছে। Flipkart Axis Bank কার্ড ব্যবহার করে ফোনটি কেবল ৯,৯৯৯ টাকায় কেনা যাবে।

আরও পড়ুন -  Argentina: ফাইনালে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে

Poco M4 5G কুল ব্লু, পাওয়ার ব্ল্যাক ও হলুদ রঙের পাওয়া যায়। Flipkart-এ Poco M4 5G স্মার্টফোন কেনার জন্য একটি চমৎকার সুযোগ।