Ananya Guha: ট্রোলারদের মুখ বন্ধ করলেন অনন্যা, সপাট জবাবে

Published By: Khabar India Online | Published On:

অনন্যা গুহ (Ananya Guha) ছোটপর্দার বেশ জনপ্রিয় একটি মুখ। ‘কৃষ্ণকলি’র মাধ্যমে অভিনয়ে পা দিয়েই জনপ্রিয়তার চূড়ায় ওঠেন। একের পর এক ধারাবাহিকে অভিনয় করে চলেছেন অনন্যা। সেই সাথে প্রথম থেকেই ট্রোলারদের নিশানাতেও এসেছেন।

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অনন্যা। তাঁর বিভিন্ন পোস্ট এবং মন্তব্যের জন্য মাঝেমধ্যেই সমালোচনার মুখে পড়তে হয়। সম্প্রতি একটি ফটোশুটের জন্য তুমুল ট্রোলড হয়েছেন ছোটপর্দার ‘মুন্নি।‘

সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন অনন্যা। রূপোলি সিক্যুইন ও কালো অফ শোল্ডার মনোকিনি স্টাইলের একটি পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সাথে ডিউয়ি মেকআপ ও খোলা চুল। নেট দুনিয়ায় আগুন ধরিয়ে দেওয়ার জোগাড় করেছেন।

আরও পড়ুন -  Mahsha Amini: চতুর্থ সপ্তাহে গড়াল, ইরানে বিক্ষোভ

গানের লাইন ধার করে অনন্যা লিখেছেন, ‘আমি প্রতিজ্ঞা করছি আজ তোমাকে যেতে দেব’। বড় চমকের বিষয় হল, ছবিগুলি তুলেছেন অনন্যার প্রেমিক সুকান্ত কুণ্ডু।

অনন্যাকে এই হট লুকে দেখে হাঁ বন্ধই হচ্ছে না নেটিজেনদের। কমেন্ট বক্সে ট্রোলের ঝড় উঠেছে। একজন লিখেছেন, ‘কিছু মানুষের উদ্দেশ্যই থাকে জনপ্রিয় হওয়া। সেটা যেভাবেই হোক। তার জন্য যতই নীচে নামতে হয় হোক।‘

আরও পড়ুন -  ১০ বছরের উন্নয়নকে হাতিয়ার করে প্রচারে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

কিন্তু চুপটি করে থাকেননি অনন্যাও। তিনি পালটা লিখেছেন, ‘হিল পরেছিলাম, উপরে ওঠার কথা তো। নীচু হলাম কী করে!’ আরেকজন লিখেছেন, ‘যতই সেলিব্রিটি হোক, বাচ্চা মেয়ে তো! বাবা মাকে পোস্ট গুলো দেখায় কী করে! বা আত্মীয় স্বজনদের। এবার অনেকে বলবে, এটা ওর চয়েস। ঠিক আছে মানলাম। তবে সবাইকে ছবি যখন দেখাচ্ছে, তাহলে কমেন্ট করলে সেটা গ্রহণ করতেও শিখতে হবে।‘

অনন্যাও দিয়েছেন উত্তর। তিনি লিখেছেন, ‘এটা ২০২৪ সাল না? আপনার মতো মানুষরা এখনো জন্মায়? মাটিতে দেখুন পড়ে আছে আপনার নীচু ভাবনা চিন্তা। বাবা মা ক্যামেরার পেছনে দাঁড়িয়ে ছিল ছবি তোলার সময়ে’।

আরও পড়ুন -  Gujrat Morbi Bridge Collapsed: এখনও চলছে মচ্ছু নদীতে তল্লাশি, মৃতের সংখ্যা বেড়ে ১৩২

একজন লিখেছেন, ‘একটু পপুলার হতেই শরীর দেখাতে শুরু করে দিলে!’ উত্তরে অনন্যা জানিয়েছেন, তিনি আগেও বিকিনি পরেছেন। তবে অনেকে তাঁর সাহসের প্রশংসাও করেছেন। এক মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে অনন্যার ছবিগুলি।