Jio Recharge Plan: Jio দিচ্ছে এই সুবিধা ৩ মাসের রিচার্জে, জেনে নিন

Published By: Khabar India Online | Published On:

রিলায়েন্স জিও রিচার্জ প্ল্যানের নাম টেলিকম জগতের প্রথমেই আসে। দারুন সাশ্রয়ী মূল্যের রিচার্জের কারণে এই সংস্থাটি মানুষের পছন্দের। জিও একা নয়, ভারতে অন্য সংস্থাগুলো আরো ভালো ভালো প্ল্যান নিয়ে আসে গ্রাহকদের জন্য।

তালিকায় রয়েছে Airtel এবং Vi। এই দুটি সংস্থাই Jio-এর সাথে প্রতিযোগিতা করার জন্য বহু পরিকল্পনা অফার করে। ভারতে জিও কোম্পানির এমন অনেক প্ল্যান রয়েছে যেগুলো ৮৪ দিনের বৈধতার সঙ্গে আসে। এই প্ল্যানের তালিকায় শুধু জিও রয়েছে এমন কিন্তু নয়, আছে এয়ারটেল এবং Vi।

আরও পড়ুন -  তিনদিন লুকোচুরির পর নিজের ডেরায় ফিরল বাঘ

জিও ভারতের গ্রাহকদের জন্য ৪০০ টাকার সস্তা প্ল্যান অফার করে। এখানে আপনি আনলিমিটেড কলিং, এসএমএস ও ডেটার সুবিধা পাবেন। Jio-এর সস্তা ৮৪-দিনের প্ল্যান সম্পর্কে জেনে নিন।

আরও পড়ুন -  Gold Price Today: ব্যাপক হেরফের সোনার দামে, আজ কত দাম চলছে সোনালী ধাতু?

৮৪ দিনের মেয়াদ সহ সস্তা রিচার্জ প্ল্যানঃ

জানিয়ে রাখি, রিলায়েন্স জিও ৩৯৫ টাকার একটি প্ল্যান অফার করছে। প্ল্যানে, আপনি ৮৪ দিনের মেয়াদ মানে প্রায় ৩ মাসের জন্য কলিং, ডেটা ও SMS এর সুবিধা পেয়ে যাবেন।

Jio ৩৯৫ টাকার প্ল্যানের সুবিধাগুলিঃ

জিও ৩৯৫ টাকার প্ল্যানে অনেক সুবিধা পাবেন।এই প্ল্যানের সাথে পাবেন আনলিমিটেড ডেটা, কলিং সহ অনেক কিছু। এই প্ল্যানের সাথে আপনি ৫জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্ল্যানে উচ্চ গতির ইন্টারনেটের সঙ্গে ৬জিবি ডেটা সুবিধা রয়েছে। এই প্ল্যানে দেওয়া হয়েছে মোট ডেটা ৬ জিবি। ১০০০ SMS এর সুবিধা রয়েছে।

আরও পড়ুন -  Jio-র গ্রাহকদের জন্য সুখবর! ৯০ দিনের জন্য দুর্দান্ত সস্তা রিচার্জ প্ল্যান