Gold Price Today: স্বস্তি ফিরলো সোনার দামে, এখন কত দাম সোনার গয়না?

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: স্বস্তি ফিরলো সোনার দামে, এখন কত দাম সোনার গয়না?

বাঙালিরদের ক্যালেন্ডারে শুরু হয়েছে মাঘ মাস। এই মাঘ মাস মানেই বিয়ের মরশুম। এই মাসে বেশি বিয়েবাড়ি হয়ে থাকে। বিয়েবাড়ি মানে যেমন একদিকে শাড়ি কাপড়ের কেনাকাটা, অপরদিকে বিয়েবাড়িতে সোনার গয়না কেনার নিয়ম আছে।

তাই বাড়ির বিয়েবাড়ি হোক অথবা উপহারের জন্য, গয়না কমবেশি অনেকেই কিনেন। সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল সোমবার কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্দ্ধমুখী। সপ্তাহের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল স্থিতিশীল অবস্থায়।

আরও পড়ুন -  Gold Price Today-সোনার গয়নার কি খবর আজকে? দাম কমেছে কলকাতায়

এদিন বৃদ্ধি বা হ্রাস পেল না রূপোর দাম। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা।

আজকে কলকাতায় সোনার দাম (৩০.০১.২০২৪-মঙ্গলবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৩,০৫০ টাকা।

আরও পড়ুন -  Gold Price Today: অব্যহত সোনার মূল্যবৃদ্ধি, কলকাতার বাজারে দাম কত? চলুন জানি

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৮০০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (২৯.০১.২০২৪-সোমবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৩,০৫০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৮০০ টাকা।

আজ মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
০০ টাকা।

আরও পড়ুন -  Gold Price Today: রবিবার সকালে একধাক্কায় বদলে গেল সোনার দাম, জানুন আজকের বাজারদর

আজকে কলকাতায় রূপোর দাম (৩০.০১.২০২৪-মঙ্গলবার)
৭৬,২০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় রূপোর দাম (২৯.০১.২০২৪-সোমবার)
৭৬,২০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ব বাজারে ঊর্দ্ধমুখী সোনার দাম। গতকাল ছিল ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২০২৬.৭০ মার্কিন ডলার। আজকে সামান্য বেড়ে হয়েছে ২০৩২.৪০ মার্কিন ডলার। দেশীয় বাজারে আজকে সোনার দাম রয়েছে স্থিতিশীল।