Civic-Volunteer: সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published By: Khabar India Online | Published On:

Civic-volunteer: সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সিভিক ভলেন্টিয়ার্স পদ তৈরি করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার প্রায় ২ লাখ সিভিক ভলান্টিয়ারকে কাজ দিয়েছে। ৬০ বছরের পর তাঁদের অবসর দেওয়া হবে। তাঁদের ৫ হাজার ৩০০ টাকা করে বোনাস দেওয়া হয়েছে। চাকরিরত অবস্থায় যদি এই সিভিক ভলান্টিয়ারদের মৃত্যু হয় সেক্ষেত্রে তাঁর পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে। আপনাদের বহু দাবি ইতিমধ্যেই পূরণ করা হয়েছে। অন্যান্য দাবিও পূরণ করে দেব।‘ মুখ্যমন্ত্রীর ঘোষণায় সিভিক ভলান্টিয়ারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন -  I Am Indian: “আমি ভারতীয়”, জয়ের পর সাফ কথা ফিরহাদের

তাঁরা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমানে সিভিক ভলান্টিয়ারদের বেতন খুবই কম। বৃদ্ধির ফলে তাঁদের আর্থিক অবস্থার উন্নতি হবে।

আরও পড়ুন -  Madan Mitra: দিদির জন্য গান করলেন মদন মিত্র, ‘ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া’

সিভিক ভলান্টিয়ারদের মৃত্যুর পর তাঁদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার ঘোষণাটিও খুবই গুরুত্বপূর্ণ। এই ঘোষণার ফলে সিভিক ভলান্টিয়ারদের পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।

সিভিক ভলান্টিয়ারদের আরও অন্যান্য দাবিও পূরণ করার ঘোষণাটি আশাব্যঞ্জক। এই ঘোষণার ফলে সিভিক ভলান্টিয়ারদের কাজের পরিবেশ আরও উন্নত হবে। এই ঘোষণা সিভিক ভলান্টিয়ারদের জন্য একটি বড় সুবিধা। এর ফলে সিভিক ভলান্টিয়াররা ভালোভাবে তাদের কাজ করতে পারবেন।

আরও পড়ুন -  ডিসেম্বর থেকে কি পাল্টাচ্ছে? গ্যাসের দাম থেকে ব্যাঙ্ক হলিডে