ভূমিধসে ১৮ জনের প্রাণহানি, কলম্বিয়ায়

Published By: Khabar India Online | Published On:

ভূমিধসে ১৮ জনের প্রাণহানি, কলম্বিয়ায়।

উত্তর-পশ্চিমাঞ্চল কলম্বিয়ার ভারি বর্ষণে ভূমিধসে ১৮ জন প্রাণহানী হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ৩০ জন।

শুক্রবার বিকালে এই ভূমিধসের ঘটনা ঘটে। এতে মেডেলিন এবং কুইবদো শহরের সংযোগ সড়ক সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে, সংবাদমাধ্যম ডেইলি মেইল।

আরও পড়ুন -  BREAKING NEWS: ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত

কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মারকোয়েজ এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছেন, ৩০ জনের মতো লোক আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
কারমেন ডি আত্রাতো শহরের মেয়র জিমি হেরেরা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, ভূমধসে বেশ কিছু লোক আহত হয়েছে। অনেকে আটকা পড়েছে ধ্বংসাবশেষের নিচে। কিন্তু তিনি কোনো সংখ্যার কথা উল্লেখ করেননি।

আরও পড়ুন -  Weather Report: আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির ইঙ্গিত

ছবিঃ সংগৃহীত।