জোভান বিয়ে করলেন কাকে?

Published By: Khabar India Online | Published On:

জোভান বিয়ে করলেন কাকে?

ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান বিয়ে করলেন। পারিবারিকভাবে বিয়ে হয়েছে। এ মাসের শেষ দিকেই যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) ফেসবুকে কনের সঙ্গে একটি ছবি শেয়ার করে জোভান নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -  ভারতীয় বিমান বাহিনীর কমান্ডারদের সম্মেলন- জুলাই ২০২০

তিনি ফেসবুক পোস্টের ক্যাপশনে আজকের তারিখ যুক্ত করে জোভান লেখেন ‘…অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল। ’

জোভানের ফেসবুকে কনের সঙ্গে শেয়ার করা ওই সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে, একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোটের সঙ্গে আদুরে আলতো ভঙ্গিতে ধরে রেখেছেন তিনি। তার কাছেই ঝাপসা হয়ে আছে মেয়ের মুখ। ছবিতে জোভানকে স্পষ্ট দেখা গেলেও তাদের দুজনের হাতের কনেকে আবছা দেখা যাচ্ছে।

আরও পড়ুন -  পোড়া আম এবং পুদিনা পাতা দিয়ে শরবত

জোভানের ঘনিষ্ঠজনরা জানান, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন জোভানের স্ত্রী। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। কিন্তু বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে।
তাৎক্ষনিকভাবে স্ত্রী বা বিয়ের বিস্তারিত জানাতে চাননি অভিনেতা। কিন্তু বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, জোভানের স্ত্রীর নাম হচ্ছে নির্জনা।

আরও পড়ুন -  ওয়ান স্টপ সেন্টার