নিহত ১০, নিখোঁজ ৬, চীনে কয়লা খনিতে দুর্ঘটনায়

Published By: Khabar India Online | Published On:

নিহত ১০, নিখোঁজ ৬, চীনে কয়লা খনিতে দুর্ঘটনায়।

একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে। এখনও ছয়জন নিখোঁজ রয়েছে।

শরিবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে পিংডিংশানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। গ্যাস বিস্ফোরণের কারণে দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।  সিসিটিভি জানায়, কয়লা খনিটিতে অনুসন্ধান এবং উদ্ধার অভিযান চলছে।

আরও পড়ুন -  Suspended: পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ স্থগিত

এদিকে চীনের রাষ্ট্রীয় রার্তা সংস্থা ‘সিনহুয়া’ জানিয়েছে, বিস্ফোরণের সময় খনিতে ৪২৫ জন ছিল।
সিনহুয়ার খবরে আরও বলা হয়, খনির দায়িত্বে থাকা ব্যক্তিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা হেফাজতে নিয়েছে।
চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে চীনে ১৬৮টি খনি দুর্ঘটনায় ২৪৫ জন প্রাণ হারিয়েছে।

আরও পড়ুন -  China Bans: চীনের নিষেধাজ্ঞা, তাইওয়ানের ৭ কর্মকর্তার ওপর

ছবিঃ সংগৃহীত।