‘চরম মূল্য’ দিতে হবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকেঃ হুতি

Published By: Khabar India Online | Published On:

‘চরম মূল্য’ দিতে হবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকেঃ হুতি।

বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে। এবার হুতি যোদ্ধাদের পক্ষ থেকে এ ‘অভিযানের’ কথা নিশ্চিত করা হয়ছে। একই সঙ্গে এই হামলার জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা।

আরও পড়ুন -  Chhath Puja Song: ছট উৎসবে এই গানটি হবেই, দেখুন জনপ্রিয় গানের ভিডিও

ইয়েমেনে হুতিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি বলেছেন, এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চরম মূল্য দিতে হবে। ইয়েমেনের টিভি চ্যানেল আল-মাসিরাহ তাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এই ‘নির্লজ্জ আগ্রাসনের’ জন্য ‘চরম মূল্য’ দিতে হবে।

হুতি কর্মকর্তা আব্দুল কাদের আল-মোর্তাদা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ জানিয়েছে, ইয়েমেন জুড়ে হামলা চালানো হয়েছে। রাজধানী সানা, হুদায়দাহ গভর্নরেট, সাদা এবং ধামারে কয়েকটি হামলা হয়েছে। হুতিদের লোহিত সাগর বন্দরের শক্ত ঘাঁটি হুদায়দাতে হামলা করা হয়েছে।

আরও পড়ুন -  Rakhi Sawant: রাখি সাওয়ান্ত বেলাগাম মন্তব্য, ‘স্তন বড় হলেই মিলবে বলিউডে প্রবেশ'!

গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে সম্প্রতি যেসব হামলা চালিয়ে আসছে তার জবাবে হুতিদের লক্ষ্য করে সরাসরি হামলা চালালো দেশ দুটির সেনাবাহিনী।

আরও পড়ুন -  ভারতে ব্যাংক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর, ব্যাংক বন্ধ হলে কত টাকা ফেরত পাবেন? জেনে নিন RBI-এর নিয়ম

রাজধানী সানার হুদাইদাহে হুতি লোহিত সাগর বন্দর, ধামার এবং উত্তর-পশ্চিমাঞ্চলে হুতিদের শক্ত ঘাঁটিতে হামলার খবর পাওয়া গেছে।

সূত্রঃ বিবিসি।