কাঁপলো দিল্লি-লাহোর, আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে

Published By: Khabar India Online | Published On:

কাঁপলো দিল্লি-লাহোর, আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে।

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। বৃহস্পতিবার ( ১১ জানুয়ারি) ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের প্রভাব পড়ে পাকিস্তানসহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে।
এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে যে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩।

আরও পড়ুন -  Science: বিজ্ঞান নির্ভর অর্থনীতির ওপর ভারতের ভবিষ্যৎ অগ্রগতি নির্ভর করছে : ডঃ জিতেন্দ্র সিং

খালিজ টাইমস এবং টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এই জোরাল ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০১ কিলোমিটার গভীরে।
খবরে বলা হয়েছে, ভূমিকম্পের জেরে কেঁপে উঠল দিল্লির মাটি। কিন্তু এই কম্পনের জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন -  Oath: ইংরেজবাজার পৌরসভার জয়ী কাউন্সিলরদের শপথ গ্রহণ ও চেয়ারম্যান গঠণ

সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, দিল্লি অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানে ভূমিকম্পের প্রভাব ব্যাখ্যা করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা জানিয়েছেন, ইসলামাবাদ, লাহোর, খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাব এ কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন -  এবার আসানসোল জেলা হাসপাতলে ওয়াটার এটিএম