আজ রাতে দুই মাদ্রিদ, রিয়াল ও অ্যাটলেটিকো

Published By: Khabar India Online | Published On:

আজ রাতে দুই মাদ্রিদ, রিয়াল ও অ্যাটলেটিকো।

মাদ্রিদ ডার্বি আজ বছরের প্রথমে। খেলা হবে সৌদি আরবে রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই মাদ্রিদ রিয়াল ও অ্যাটলেটিকো।
বুধবার (১০ জানুয়ারি) রাতে সৌদি আরবের রিয়াদে শুরু হবে।

আরও পড়ুন -  Uruguay-South Korea: দক্ষিণ কোরিয়া দুইবারের চ্যাম্পিয়ন, উরুগুয়েকে রুখে দিল

শক্তি সামর্থ এবং ফর্মের বিচারে এই ম্যাচে অ্যাটলেটিকোর বিপক্ষে এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ। শেষ ৫ ম্যাচে শতভাগ জয় লস ব্লাঙ্কোসদের। প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে রক্ষণভাগের ফুটবলারদের ইনজুরি দুশ্চিন্তার কারণ রিয়ালের জন্য।

চোটে মাঠের বাইরে থাকা গোলরক্ষক কোর্তোয়া, ডিফেন্ডার এলডার মিলিতাও এবং ডেভিড আলাবার সাথে তালিকায় শামিল হয়েছেন রাইটব্যাক লুকাস ভাস্কেস। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফেরায় স্বস্তি এসেছে রিয়াল শিবিরে।

আরও পড়ুন -  ট্রোলের মুখে ‘কার কাছে কই মনের কথা’

অন্যদিকে, ফর্মটা অতোটা মসৃণ নয় অ্যাটলেটিকোর। শেষ ৫ ম্যাচ দুই হার, দুই জয়ের সাথে ১ ম্যাচ ড্র করেছে সিমিওনির দল। রিয়ালের মতো লম্বা ইনজুরির তালিকা নেই অ্যাটলেটিকোর।

আরও পড়ুন -  Gonzalo Higuain: গঞ্জালো হিগুয়েইন ফুটবলকে বিদায় জানালেন, অশ্রুসিক্ত নয়নে

কেবলমাত্র থমাস লেমার চোটে ভুগছেন। আক্রমণের দুই তারকা মোরাতা এবং গ্রিজমানের পাশাপাশি ডি পল, কোকে, মলিনা এবং লরেন্তের মতো ফুটবলাররা নামের প্রতি সুবিচার করতে পারলে ফাইনালে যাওয়া সম্ভব অ্যাটলেটিকোর।

ছবিঃ ফাইল।