অপু শুরু করলেন নতুন ব্যবসা

Published By: Khabar India Online | Published On:

অপু শুরু করলেন নতুন ব্যবসা।

নতুন পরিকল্পনার কথা জানান চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন বছরের শুরুতে। ২০২৪ হতে চলেছে অপুর ব্যবসায়িক বছর। সে কথা অনুযায়ী, বুটিক এবং বিউটি পার্লার সাথে রেস্টুরেন্ট ব্যবসায় নামলেন এই চিত্রনায়িকা।

আরও পড়ুন -  সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মা হলেন নুসরত, অন্যদিকে কি করছেন প্রাক্তন নিখিল !

গত সোমবার রাজধানীর আফতাবনগরের সি ব্লকের ১৭ নম্বর বাড়িতে আনুষ্ঠানিকভাবে অপু বিশ্বাস চালু করলেন নিজের বুটিক, বিউটি পার্লার এবং রেস্টুরেন্টটি। নাম দিয়েছেন ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’।

আরও পড়ুন -  Horoscope: আজ ৫ই জানুয়ারি (২০ই পৌষ) বুধবার রাশিফল দেখুন

অপুর নতুন ব্যবসায় সম্পর্কে শাকিব খানের কী মতামত জানতে চাইলে অপু বলেন, শাকিব সব সময়ই ভালোর পক্ষে থাকেন।

অপু বিশ্বাস জানান, আগামী ১২ জানুয়ারি বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যদিয়ে তার সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক ও এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে চলেছে। এদিকে, গত বছর মুক্তি পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। নতুন বছরে ব্যবসা ও সিনেমায় দুটোতেই সময় দেবেন।

আরও পড়ুন -  Janhvi Kapoor: জাহ্নবী কাপুর মাদক বিক্রির ব্যবসায় নামলেন! অভিনয় ছেড়ে