নির্বাচনে বিশাল ব্যবধানে জিতেই, অনুশীলনে সাকিব

Published By: Khabar India Online | Published On:

নির্বাচনে বিশাল ব্যবধানে জিতেই, অনুশীলনে সাকিব।

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে জিতেছেন। তিনি প্রথমবারের নির্বাচনে বিশাল জয় পেয়েছেন এই অলরাউন্ডার। সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার পরদিনই ক্রিকেট মাঠে ফেরার জন্য লড়াই শুরু করে দিয়েছেন সাকিব আল হাসান।

আরও পড়ুন -  Actress Mahiya Mahi: মাহিয়া মাহি কাজে ফিরছেন

ট্রেনার ডাক্তার এবং কোচ নিয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শুরু করেছেন।

আগামী ১৯ জানুয়ারী থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই আসরের জন্য নিজেকে প্রস্তুত করতে আজই ঢাকায় ফিরেছেন সাকিব। অনুশীলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন।

আরও পড়ুন -  Team India: ভবিষ্যৎবাণী করলেন হরভজন সিং, জেতাবেন বিশ্বকাপ দুই ভারতীয় ক্রিকেটার

সাকিবের প্রবেশের আগে আসেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। তারপর ফিজিও বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার এবং চিকিৎসক মনজুর হোসেন।এদিন ব্যাটিং অনুশীলনে বেশ মনোযোগ দিয়েছেন সাকিব। লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেছেন। আঙুলের চোট কাটিয়ে ফেরার পর এবারই প্রথম ব্যাটিং অনুশীলন করলেন।

আরও পড়ুন -  ‘মিশন এক্সট্রিম’ মালয়েশিয়ায় মুক্তি

ছবিঃ সংগৃহীত।