ব্রাজিলের কিংবদন্তি কোচ ও ফুটবলার প্রয়াত

Published By: Khabar India Online | Published On:

ব্রাজিলের কিংবদন্তি কোচ ও ফুটবলার প্রয়াত।

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি মারিও জাগালো প্রয়াত। ইতিহাসের প্রথম খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব গড়েছিলেন ৯২ বছর বয়সী সেলেসাও তারকা।

শনিবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে জাগালোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজ।

আরও পড়ুন -  Srabanti Chatterjee: ১৬ বছর বয়স মনে হচ্ছে, ফিনফিনে নাইটিতে শ্রাবন্তী, ভিডিও ভাইরাল
মারিও জাগালো।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে দেশপ্রেম, দৃঢ়তা ও গৌরবের আরেক সমার্থক ছিলেন রেকর্ড পাঁচ ফাইনাল খেলে চারবার বিশ্বকাপ জেতা জাগালো।

১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন লেফট উইঙ্গার। পরের বিশ্বকাপে শিরোপা ধরে রাখা দলেও ছিলেন তিনি। ১৯৭০ সালে তার কোচিংয়েই ব্রাজিল জেতে আরেকটি শিরোপা। পেলে, জেয়ারজিনহো, রিভেলিনো এবং তোস্তাওদের সেই দলকে মনে করা হয় ফুটবল ইতিহাসের সেরা দল।২৪ বছরের খরা ঘুচিয়ে ১৯৯৪ বিশ্বকাপে শিরোপাজয়ী ব্রাজিল দলের সহকারী কোচ ছিলেন তিনি।

আরও পড়ুন -  দুর্গাপূজায় শহর কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে মানুষের কাছে আরো আকর্ষণীয় ও জনপ্রিয় করা হলো

ছবিঃ সংগৃহীত।