কড়া হুঁশিয়ারি দিলো ইরান, ইসরায়েলকে

Published By: Khabar India Online | Published On:

কড়া হুঁশিয়ারি দিলো ইরান, ইসরায়েলকে।

জোড়া হামলার ঘটনায় ইসরায়েলকে দুষলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রয়াত শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানির স্মরণে আয়োজিত অনুষ্ঠানে। এ হামলায় প্রাণ গেছে শতাধিক নিরীহ মানুষের। বুধবার (৩ ডিসেম্বর) তেহরানে এক জনসমাবেশে দেয়া ভাষণে এ নৃশংসতার জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আরও পড়ুন -  Evin Prison: আগুনের ঘটনায় নিহত ৪, ইরানের এভিন কারাগারে

বৃস্পতিবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তিনি বলেন, আমি ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে সতর্ক করে দিচ্ছি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এই অপরাধের মূল্য তোমাদের দিতেই হবে। যে অপরাধ তোমরা করেছো তার জন্য একদিন অবশ্যই অনুশোচনা করবে।

আরও পড়ুন -  Kisi Ka Bhai Kisi Ka Jan: দর্শকমহলে প্রতিক্রিয়ায় হতাশার ছাপ! ‘কিসিকা ভাই কিসিকা জান’ দেখে

নিহতদের সংশোধিত তালিকা প্রকাশ করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। কেরমান প্রদেশে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ১০৩ জন। আহত দুই শতাধিক। বুধবার (৩ জানুয়ারি) ছিল আলোচিত সেনা কর্মকর্তার জেনারেল কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে ইরানের কেরমান প্রদেশে সোলাইমানির মাজারে অনুষ্ঠিত হয় বিশেষ সভা। সেখানে যোগ দেন হাজার হাজার মানুষ। আলোচনা চলাকালে হঠাৎ বিস্ফোরিত হয় প্রথম বোমা। তার কিছুক্ষণ পর বিস্ফোরণ ঘটানো হয় দ্বিতীয় বোমাটির। তাতে শতাধিক সাধারণ মানুষ হতাহত।

আরও পড়ুন -  Hamas-Israel War: নিহত সংখ্যা ২ হাজারের কাছাকাছি, হামাস-ইসরায়েল যুদ্ধ

ছবিঃ ফাইল।