Bank Holiday: জানুয়ারিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক ১১ দিন, ছুটির তালিকা প্রকাশ করেছে RBI

Published By: Khabar India Online | Published On:

মাত্র কয়েকদিন বাকি ২০২৩ সাল শেষ হতে। নতুন বছরের আগমনের সাথে শুরু হবে নতুন বছরের কাজকর্ম। এই সময়টায় ব্যাংকের ছুটির কথা মাথায় রেখেই কাজের পরিকল্পনা নিতে হবে।

তার কারণ ২০২৪ সালের জানুয়ারিতে মোট ১১ দিন ব্যাংক বন্ধ থাকবে। কিন্তু ছুটিগুলো শুধুমাত্র ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অধীনে থাকা ব্যাংকগুলোর জন্য প্রযোজ্য। এর কারণ, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক উৎসবের জন্য ব্যাংকের ছুটি থাকতে পারে। সেই জন্য ব্যাংকের ছুটি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ ব্যাংকের সাথে যোগাযোগ করে নেবেন।

আরও পড়ুন -  যদি নগদ আটকে যায় ATM থেকে টাকা তোলার সময়, এই কাজটি করুন, সমাধান করবে RBI

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে যে দিন ব্যাংক বন্ধ থাকবে সেগুলো দেখে নিন।

১) ২ জানুয়ারি, বৃহস্পতিবার: শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২) ৭ জানুয়ারি, মঙ্গলবার: শবে বরাত।
৩) ১৪ জানুয়ারি, মঙ্গলবার: সরস্বতী পূজা।
৪) ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার: পহেলা বৈশাখ।
৫) ২১ জানুয়ারি, মঙ্গলবার: আশুরা।
৬) ২৬ জানুয়ারি, রবিবার: গণতন্ত্র দিবস।
৭) ২৭ জানুয়ারি, সোমবার: রবিবার এবং সোমবারের সাপ্তাহিক ছুটি।
৮) ২৯ জানুয়ারি, বুধবার: হজ্ব।
৯) ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার: রবিবার এবং বৃহস্পতিবারের সাপ্তাহিক ছুটি।

আরও পড়ুন -  দাঁড়াতে হবে না লাইনে, আপনার দুয়ারে ব্যাঙ্ক পরিষেবা দেবে, কয়েকটি ব্যাঙ্ক ইতিমধ্যেই শুরু করেছে

ব্যাঙ্কের ছুটি থাকার জন্য গ্রাহকদের সমস্যার সম্মুখীন হতে হতে পারে। ধরুন- টাকা জমা করা, টাকা তোলা, চেক ডিপোজিট করা, চেক ক্যাশ করা, নতুন অ্যাকাউন্ট খোলা, ঋণ নেওয়া অথবা ঋণ পরিশোধ করার মতন ইত্যাদি কাজে সমস্যা হতে পারে। সেই জন্য ব্যাংকের ছুটি সম্পর্কে আগে থেকেই জেনে রাখা ভালো।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী আমেদাবাদে কেভাডিয়া এবং সবরমতী রিভারফ্রন্টের মধ্যে সি-প্লেনের যাতায়াত পরিষেবার সূচনা করেছেন

বর্তমানে ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা থাকায় কিছুটা হলেও এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন গ্রাহকরা। মোবাইল ব্যাংকিং, UPI ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তারা ব্যাংকের অনেক কাজ সম্পন্ন করতে পারবেন।